Site icon The News Nest

IPL 2021: থামানো যাচ্ছে না দিল্লিকে, ধোনির দলকে টপকে টেবলের মগডালে পন্থের দিল্লি

Delhi Capitals beat Rajasthan Royals by 33 runs in IPL 2021

দিল্লি ক্যাপিটালস ১৫৪-৬ (শ্রেয়স ৪৩, হেটমেয়ার ২৮, পন্থ ২৪, মুস্তাফিজুর ২-২২, সাকারিয়া ২-৩৩)।

রাজস্থান রয়্যালস ১২১-৬ (সঞ্জু নট আউট ৭০, মহীপাল ১৯, নর্টজে ২-১৮, অশ্বিন ১-২০, রাবাডা ১-২৬)।

রোখা যাচ্ছে না দিল্লি ক্যাপিটালসকে। আমিরশাহি-পর্বের দ্বিতীয় ম্যাচেও জয় তুলে নিল তারা। শনিবার রাজস্থান রয়্যালসকে হারিয়ে দিল ৩৩ রানে। দিল্লির ১৫৪ রানের জবাবে রাজস্থান থেমে গেল ১২১ রানেই। ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চেন্নাই সুপার কিংসকে টপকে শীর্ষে চলে গেল দিল্লি।

আবু ধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামের পিচ পরের দিকে স্লো হতে পারে। সময় যত যাবে, বল ততই থমকে আসবে। জানাই ছিল। তাও টস জিতে কেন যে সঞ্জু ব্যাটিং করলেন না, সেটাই আশ্চর্যের। আর তাতেই ম্যাচের শুরু থেকে কিছুটা হলেও অ্যাডভান্টেজ পেয়ে গিয়েছিল দিল্লি। আগে ব্যাট করে ১৫৪-৬ তুলে ফেলেছিল পন্থের টিম। এই রান টি-টোয়েন্টি ক্রিকেটে হামেশাই তাড়া করে বিপক্ষ জিতছে। রাজস্থান পারল না কেন? রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাডা আর অক্ষর প্যাটেলের সৌজন্যে। এক দিকে ক্যাপ্টেন সঞ্জু দাঁড়িয়ে থেকে নট আউট ৭০ করে গেলেও তা কাজে লাগল না। ১২১-৬-এ শেষ রাজস্থান। ৩৩ রানে জিতল দিল্লি।

দিল্লির অবশ্য ম্যাচের শুরুটা ভালো ছিল না। পৃথ্বী শ (১০) ও শিখর ধাওয়ান (৮) ফিরে যান দ্রুত। ওখান থেকেই হাল ধরে নেন শ্রেয়স আইয়ার। চোটের কারণে আইপিএলের প্রথম পর্বটা খেলতে পারেননি। কিন্তু দ্বিতীয় পর্বে যেন নিজেকে মেলে ধরার জন্যই মাঠে নামছেন। ৩২ বলে ৪৩ রানের ইনিংসটা শ্রেয়স না খেললে দিল্লি ১৫০ টপকাতে পারে না। পন্থ খুব একটা ফর্মে নেই। এই ম্যাচেও ২৪ বলে ২৪ করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হয়ে ফিরে গেলেন। শেষ দিকে সিমরন হেটমেয়ার ১৬ বলে ঝোড়ো ২৮ করেন।

রান তাড়া করতে নেমে রাজস্থানকে শুরুতেই অস্বস্তিতে ফেলে দেন আবেশ খান ও অনরিখ নর্টজে। লিয়াম লিভিস্টোন (১) ও যশস্বী জয়সওয়ালকে (৫) দ্রুত ফিরিয়ে দিয়ে। ওই যে ছন্দ পতন হল, আর ঘুরে দাঁড়াতে পারেনি সঞ্জুর টিম। ডেভিড মিলার (৭), মহীপাল লোমরোর (১৯), রিয়ান পরাগরা (২) পর পর ফিরে যান। ৫৩ বলে ৭০ নট আউট থেকে যান সঞ্জু। অনেক দিন পর রাজস্থান ক্যাপ্টেন বেশ সাবলীল ব্যাট করলেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের টিমে ঢুকে পড়া অশ্বিনকে নিয়ে এখনও চর্চা থামেনি। কেন তাঁর প্রত্যাবর্তন হয়েছে, তা প্রমাণ করার চেষ্টা করছেন প্রতি ম্যাচে। রাজস্থানের বিরুদ্ধে ৪ ওভারে মাত্র ২০ রান দিয়ে নিলেন মিলারের উইকেট। ভয়ঙ্কর হওয়ার আগে মহীপালকে ফেরালেন রাবাডা। অক্ষরের বলে বোল্ড রিয়ান।

Exit mobile version