Dhoni's slowest innings in the history of IPL! ziva singh dhoni prayer picture goes Viral

আইপিএলের ইতিহাসে সবচেয়ে মন্থর ইনিংস ধোনির! ভাইরাল হল জিভার প্রার্থনার ছবি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সোমবার আইপিএল-এ দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২৭ বলে ১৮ রান করেন মহেন্দ্র সিংহ ধোনি। আইপিএল-এ ধোনির ২৫, বা তার বেশি বল খেলা ইনিংসগুলির মধ্যে এটিই মন্থরতম। স্ট্রাইক রেট ৬৬.৬৬। মূলত ধোনির মন্থর ইনিংসের জেরেই দুর্দান্ত বোলিং করেও ম্যাচ জিততে পারল না চেন্নাই (Chennai Super Kings)। দিল্লি ম্যাচ জিতে নিল ৩ উইকেটে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানেও উঠে এল ঋষভ পন্থের দল। জন্মদিনে দলের কাছ থেকে বড় উপহার পেলেন তিনি।

এদিন টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন দিল্লি ক্যাপিটালস অধিনায়ক ঋষভ পন্থ (Rishav Pant)। তাঁর সেই সিদ্ধান্তকে সঠিক প্রমাণ করেন দিল্লির বোলাররা। প্রথমে ব্যাট করে চেন্নাই ৫ উইকেটের বিনিময়ে তোলে মাত্র ১৩৬ রান। এদিন শুরুটা একেবারেই ভাল হয়নি চেন্নাইয়ের। টুর্নামেন্টে দারুন ফর্মে থাকা ঋতুরাজ গায়কোয়াড় এদিন আউট হন মাত্র ১৩ রানে। ডু’ প্লেসিস করেন ১০ রান। রবিন উথাপ্পা করেন ১৯। এরপরই শুরু হয় ধোনির হতাশাজনক ইনিংস। শেষ ওভার পর্যন্ত পিচে থেকেও ২৭ বলে মাত্র ১৮ রান করেছেন মাহি। যা আইপিএলের ইতিহাসে সবচেয়ে মন্থর ইনিংস (২৫ বলের বেশি ইনিংস ধরলে)।

জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খুব একটা ভাল হয়নি দিল্লিরও (Delhi Capitals)। দিল্লির প্রথম উইকেট পড়ে ২৪ রানে। পৃথ্বী শ’ আউট হওয়ার পর অবশ্য ইনিংসের হাল ধরেন শিখর ধাওয়ান। ৩৫ বলে ৩৯ রান করেন। তিনি ছাড়া দিল্লির টপ-অর্ডারের আর কোনও ব্যাটসম্যান সেভাবে দাগ কাটতে পারেননি। একটা সময় ৯৯ রানে ৬ উইকেট খুইয়ে রীতিমতো চাপে পড়ে গিয়েছিল দিল্লি। কিন্তু হেটমেয়ারের দায়িত্বশীল ইনিংসে ভর করে শেষ পর্যন্ত জয়ের লক্ষ্যে পৌঁছে যায় দিল্লি।

অন্যদিকে, গ্যালারিতে বসে ছোট্ট জিভা প্রার্থনা করে চলেছিল বাবার জয়ের জন্য। আর সেই ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও জিভার প্রার্থনায় কোনও ফল হয়নি। তবু বাবা এবং তাঁর দলের প্রতি খুদের এ রকম টান দেখে আবেগপ্রবণ হয়ে পড়েছেন নেটিজেনরা। ধোনির ফ্যান ক্লাবের সদস্যরা এই ছবি পোস্ট করেছেন। যা মুহূর্তে ভাইরাল হয়ে গিয়েছে।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest