Emma Raducanu wins US Open

US Open: একাধিক রেকর্ড গড়ে যুক্তরাষ্ট্র ওপেন চ্যাম্পিয়ন অষ্টাদশী এমা রাডুকানু

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইউএস ওপেন মহিলা সিঙ্গলসের খেতাব জিতলেন ১৮ বছর বয়সি ব্রিটিশ তরুণী এমা রাডুকানু (Emma Raducanu )। শনিবার রাতে ইউএস ওপেনের ফাইনালে ৬-৪, ৬-৩ ব্যবধানে প্রতিপক্ষ লেইলা ফার্নান্ডেজকে হারিয়ে দিয়েছেন ব্রিটিশ তরুণী। নিজের কেরিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামেই চ্যাম্পিয়ন হয়ে অনন্য নজির গড়লেন এমা।

সেরিনা উইলিয়ামসের পর দ্বিতীয় মহিলা টেনিস খেলোয়াড় হিসেবে একটিও সেটে না হেরে চ্যাম্পিয়ন হলেন রাডুকানু । প্রথম সেটেই দু’বার লায়লার সার্ভিস ভেঙে সেট জেতেন রাডুকানু । দ্বিতীয় সেটে ম্যাচ পয়েন্ট বাঁচাতে পারলেও নিজের হার বাঁচাতে পারেননি লেইলা।

আরও পড়ুন: তালিবান মহিলা ক্রিকেট নিষিদ্ধ করলে আফগানিস্তানের সঙ্গে টেস্ট বাতিল করবে অস্ট্রেলিয়া

ম্যাচ চলাকালীন একবার আহত হতে হয়েছিল রাডুকানুকে। তারপরেও ফিরে এসে দারুণ টেনিস খেলেন তিনি। উইম্বলডনে শেষ ১৬-তে উঠেছিলেন রাডুকানু । সেই সময়ই টেনিস বিশ্বের নজর কেড়েছিলেন তিনি। উইম্বলডন থেকে বিদায় নিলেও ইউএস ওপেনেই নিজের প্রথম গ্র্যান্ডস্ল্যাম জিতে নিলেন তিনি।

সেই সঙ্গে নিজের নাম ইতিহাসের খাতায় লিখিয়ে ফেলেলেন সোনালি অক্ষরে। নামের পাশে একাধিক রেকর্ড। মাত্র ১৮ বছর বয়সে গ্র্যান্ড স্লাম। টুর্নামেন্টে তিনি খেলতে এসেছিলেন অবাছাই হিসাবে। শুধু তাই নয়, তাঁকে খেলতে হয়েছে যোগ্যতা নির্ধারণ পর্বেও। টুর্নামেন্টের যোগ্যতা নির্ধারণ পর্বে খেলা প্রথম তারকা হিসাবে চ্যাম্পিয়ন হলেন তিনি।

আরও পড়ুন: India vs England: পঞ্চম টেস্ট বাতিলে ক্ষুব্ধ, আইপিএল থেকে নাম তুললেন ৩ ইংলিশ তারকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest