Site icon The News Nest

Ben Stokes: আচমকাই ওয়ানডে থেকে অবসর ঘোষণা ব্রিটিশ তারকার

ben

বিনা মেঘে বজ্রপাত। চলতি আসরে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ চলাকালীন বোঝাই যায়নি তিনি অবসর নিতে পারেন। কিন্তু সোমবার সবাইকে অবাক করে দিয়ে বেন স্টোকস (Ben Stokes) অবসরই নিয়ে ফেললেন। মঙ্গলবার তিনি শেষ ওয়ান ডে ম্যাচটি খেলতে নামবেন।

সোমবার সোশ্যাল মিডিয়ায় বিজ্ঞপ্তি জারি করে স্টোকস নিজের অবসর নিতে চলার কথা জানিয়ে দেন অনুরাগীদের। টুইটারে তিনি বিশ্বকাপের ট্রফি হাতে নিজের একটি ছবি পোস্ট করেন। সঙ্গে বিজ্ঞতিলে লেখেন, ‘মঙ্গলবার ডারহ্যামে আমি ইংল্যান্ডের হয়ে শেষ ওয়ান ডে ম্যাচ খেলব। আমি এই ফর্ম্যাট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। এমন সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত কঠিন ছিল। ইংল্যান্ডের সতীর্থদের সঙ্গে খেলার প্রতিটা মিনিট উপভোগ করেছি। আমাদের যাত্রাটা ছিল অসাধারণ।’

আরও পড়ুন: T20 World Cup: তিন মাস আগেই শেষ ভারত-পাক ম্যাচের টিকিট, খালি নেই হোটেল

তিন ফর্ম্যাটে নিজের সেরাটা দেওয়া সম্ভব নয় বুঝেই ওয়ান ডে ক্রিকেট থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেন স্টোকস। ওয়ান ডে ছাড়লেও টেস্ট ও টি-২০’তে নিজের সেরাটা মেলে ধরবেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন তারকা অল-রাউন্ডার। পরে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের তরফেও স্টোকসের অবসর নেওয়ার কথা জানানো হয় এবং ১১ বছর ধরে দেশের সেবা করার জন্য কৃতজ্ঞতা জ্ঞপণ করা হয়।

২০১১ সালের ২৫ অগস্ট ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে ক্রিকেটে অভিষেক হয়। এখনও পর্যন্ত ১০৪টি ম্যাচ খেলে ২৯১৯ রান করেছেন। সর্বোচ্চ অপরাজিত ১০২। তিনটি শতরান এবং ২১টি অর্ধশতরান রয়েছে। মঙ্গলবার ১০৫তম এক দিনের ম্যাচ খেলতে নামবেন।

আরও পড়ুন: PV Sindhu: সিন্ধু গর্জনে ভাঙল চিনের প্রাচীর, প্রথমবার জিতলেন সিঙ্গাপুর ওপেন

Exit mobile version