England call off Pakistan tour after New Zealand security scare

নিউজিল্যান্ডের পথে হেঁটে এবার পাকিস্তান সফর বাতিল করল ইংল্যান্ডও, ক্ষোভ উগরে দিলেন রামিজ রাজা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

নিউজিল্যান্ডের পর এবার ইংল্যান্ড। কিউয়ি বাহিনীর মতোই পাকিস্তান সফরে না যাওয়ার সিদ্ধান্ত নিল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। সোমবার আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হল, আগামী মাসে মহিলা এবং পুরুষ দলের পাকিস্তান যে সিরিজি খেলার কথা ছিল, তার জন্য দল পাঠানো হবে না।

অক্টোবরের মাঝে এই সিরিজ খেলার কথা ছিল। ইংল্যান্ডের পুরুষ দলের দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা থাকলেও ইংলিশ মহিলা দলের তার পাশপাশি পাকিস্তানের বিরুদ্ধে তিনটি ওয়ান ডে খেলারও কথা ছিল। এক বিবৃতিতে ইসিবির তরফে জানানো হয়, ‘আমাদের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের মানসিক স্বাস্থ্যের থেকে অধিক গুরুত্বপূর্ণ কিছুই নয়। ওই জায়গায় সফরের বিষয়ে দিন দিন সকলের উদ্বেগ বাড়ছে এবং আমাদের বিশ্বাস এই সফর হলে আমাদের দল যাদের ইতিমধ্যেই করোনার জেরে অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে চয়েছে, তাদের ওপর চাপ আরও বাড়বে। আমাদের বিশ্বাস এমন পরিস্থিতিতে বিশ্বকাপের আগে এই সফর করলে তা আমাদের প্রস্তুতির ওপরেও ক্ষতিকারক প্রভাব ফেলবে। বিশ্বকাপে ভাল পারফর্ম করাই আমাদের প্রধান লক্ষ্য।’

এরপরে নিজের রাগ, নিজের অভিমান আর লুকিয়ে রাখতে পারলেন না পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। পাক ক্রিকেটারদের জন্য তার বার্তা, এই লড়াইয়ের জবাব বাইশ গজেই দিতেই হবে। আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপকেই উত্তর দেওয়ার মঞ্চ হিসাবে ধরতে বলছেন রামিজ রাজা।

৪ মিনিট ৫৭ সেকেন্ডের একটি ভিডিয়ো বার্তাতে রামিজ রাজা এই ঘটনার ব্যাখ্যা দিতে চান। তিনি বোঝাতে চান যেটা হয়েছে সেটা পাকিস্তান ক্রিকেটের জন্য কতটা খারাপ। এর জবাব তাঁরা মাঠে দিতে চান। তিনি বলেন, ‘পাকিস্তানের নিশানায় প্রথমে একটা দল ছিল, পাকিস্তানের প্রতিবেশী, এবার সেই তালিকায় দুটো নাম আরও যুক্ত করে দিন, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।’ রামিজ রাজ পাকিস্তানের ক্রিকেটারদের বলতে চান, নিজেদের মানসিকভাবে তৈরি করে নাও। নিজেদেরকে বলে নাও যে আমরা ওদের কাছে হারব না। রামিজ রাজা বলেন, ‘যা হয়েছে সেটা ঠিক নয়, এর বদলা আমরা মাঠেই নেব।’

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest