FIFA Awards: Robert Lewandowski, Alexia Putellas Take Top Honors; Erik Lamela Wins Puskas

FIFA awards: মেসিকে হারিয়ে ফিফার বর্ষসেরা বায়ার্নের স্ট্রাইকার লেয়নডস্কি, বিশেষ পুরস্কার পেলেন রোনাল্ডোও

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আরও এক বার লিয়োনেল মেসিকে পিছনে ফেলে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ছিনিয়ে নিলেন পোল্যান্ড এবং বায়ার্ন মিউনিখের তারকা স্ট্রাইকার রবার্ট লেওয়ানডোস্কি। পোলিশ স্ট্রাইকারের সঙ্গে এই লড়াইয়ে মেসি ছাড়াও ছিলেন মহম্মদ সালাহ। তবে বায়ার্ন মিউনিখের হয়ে গত মরশুমে বুন্দেশ লিগা জেতাতে বড় ভূমিকা নেন লেওয়ানডোস্কি। সেই সঙ্গে ক্লাবের হয়ে এক মরশুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়েন এই পোলিশ স্ট্রাইকার। দুর্দান্ত ছন্দে থাকা লেওয়ানডোস্কিকেই তাই বর্ষসেরা ফুটবলার হিসেবে বেছে নেওয়া হয়।

চলতি মরসুমে স্বপ্নের ছন্দে থাকা লেয়নডস্কি ফিফা বর্ষসেরার সম্মান পেয়ে অভিভূত। তিনি বলেছেন, “এটা আমার কাছে স্বপ্নের মতো মনে হচ্ছে। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই পোলান্ড জাতীয় দলের সমস্ত সতীর্থকে, যারা না থাকলে আমি এই উচ্চতায় পৌঁছতে পারতাম না। তার পরে ধন্যবাদ জানাব বায়ার্ন মিউনিখ দলের ফুটবলার এবং সাপোর্ট স্টাফকে, যাঁরা আমাকে আরও ক্ষুরধার করে তুলেছেন।”

আরও পড়ুন: Novak Djokovic: জকোভিচের ভিসা মামলার মাঝেই স্ক্রিনে পর্ন! ভিডিয়ো সম্প্রচার ঘিরে বিতর্ক

২০২১ ব্যালন ডি’ওর দুরন্ত ফর্মে থাকা লেওয়ানডোস্কির বদলে মেসির হাতে তুলে দেওয়া নিয়ে তীব্র বিতর্ক শুরু হয়েছিল। সাতবারের জন্য এই পুরস্কার পাওয়ার মেসির উচ্ছ্বাস সেই বিতর্কে হারিয়ে গিয়েছিল। প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ফুটবলাররা। তবে লেওয়ানডোস্কির সেই ক্ষততে এ বার নিঃসন্দেহে প্রলেপ পড়ল।

তবে হাত খালি রইল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। সোমবার ফিফার স্পেশ‌্যাল অ্যাওয়ার্ড পেলেন পর্তুগিজ তারকা। এই পুরস্কার পাওয়ার পর রোনাল্ডো তাঁর প্রাক্তন এবং বর্তমান সতীর্থদের ধন্যবাদ জানান।

গত সপ্তাহেই বুন্দেশলিগায় তিনি হ্যাটট্রিক করেছেন কোলনের বিরুদ্ধে। লিগে তিনশো গোল করে স্পর্শ করেছেন কিংবদন্তি গার্ড মুলারের কীর্তিকে। সেই প্রসঙ্গ টেনে লেয়নডস্কি বলেছেন, “আমার কাছে আবেগের আর এক নাম ফুটবল। মাঠে নেমে যত বেশি সংখ্যক গোল করাই আমার লক্ষ্য থাকে। পাঁচ বছর বয়সে ফুটবলের হাতেখড়ি হয়েছিল। আজ মধ্য তিরিশে পৌঁছেও ছোটবেলার মতোই উত্তেজনা অনুভব করি মাঠে নামলে। খুব দ্রুত পা রাখব ৩৭ বছরে। তবে বয়স আমার ফুটবলে থাবা বসাতে পারবে না। এ ভাবেই নিজেকে তীক্ষ্ণ করে রাখতে চাই।”

মহিলা বিভাগে বর্ষসেরা হলেন বার্সেলোনার আলেক্সিয়া পুতেয়াস। যিনি বালঁ দ্যর পুরস্কারেও সম্মানিত হয়েছেন। বিশেষ ট্রফি দেওয়া হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে। বছরের সেরা ম্যানেজারের পুরস্কার পেয়েছেন চেলসির থোমাস টুহল।

আরও পড়ুন: কোহলির সরতেই টেস্ট নেতা হওয়ার দৌড়ে এই দুই তারকা ক্রিকেটার! কী সিদ্ধান্ত নেবে BCCI

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest