FIFA Word Cup Final 2022: Kylian Mbappe Golden Boot Lionel Messi Won Golden Ball

FIFA Word Cup Final 2022: সেরা প্লেয়ার মেসি, গোল্ডেন বুট এমবাপের, একনজরে পুরস্কারের তালিকা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

সর্বকালের সেরা বিশ্বকাপ ফাইনালের (FIFA Word Cup Final 2022) সাক্ষী থাকল কাতারের লুসেইল স্টেডিয়াম। নাটকীয় উত্থান-পতনের ম্যাচে এমবাপেকের হ্যাটট্রিক এড়িয়ে কাপ উঠল মেসির হাতেই। আর্জেন্টিনার হাতে। টাইব্রেকারে হল ম্যাচের ফয়সালা। ফাইনালে যে দুজনের দিকে তাকিয়েছিল দুনিয়া। সেই দুজন মেসি এবং এমবাপে দুজনই ব্লকবাস্টার ম্যাচের নায়ক। এমবাপে অবশ্য ট্র্যাজিক নায়ক হিসাবেই থেকে যাবেন।

বিশ্বকাপে বিভিন্ন বিভাগের পুরস্কার দুই ফাইনালিস্ট দলের ফুটবলারদের মধ্যেই ভাগ হয়ে গিয়েছে। কিলিয়ান এমবেপে, লিওনেল মেসি, এমিলিয়ানো মার্টিনেজ, এনজো ফার্নান্ডেজরা রয়েছেন পুরস্কার প্রাপকদের তালিকায়।

আরও পড়ুন: Maradona: সঙ্গে গোমাংস ও গান, মারাদোনার বাড়িতে বসে মেসিদের বিশ্বকাপ দেখার সুযোগ

ম্যাচ শুরুর আগে মেসি-এমবাপে দুজনেই গোল্ডেন বুটের লড়াইয়ে ছিলেন। তবে ম্যাচের শেষে এমবাপের নামের পাশে ৮, মেসির পাশে ৭ গোল। আর টপ স্কোরার হওয়ার সৌজন্যে গোল্ডেন বুটের মালিক এমবাপে। ১৯৬৬ সালের পর প্রথম ফুটবলার হিসাবে ওয়ার্ল্ড কাপের ফাইনালে হ্যাটট্রিক করলেন তিনি। টুর্নামেন্টের সেরা প্লেয়ার হিসাবে মেসির দখলে অবশ্য গোল্ডেন বল।

গোল্ডেন গ্লাভস জেতেন আর্জেন্তিনার গোলকিপার মার্টিনেজ। তিনি না থাকলে হয়তো আর্জেন্তিনা ফাইনালেই উঠতে পারত না। আর ফাইনালেও টাইব্রেকার ত্রাতা হন এমিলিয়ানো মার্টিনেজই। আর্জেন্তিনার এনজো ফার্নান্ডেজ পান সেরা তরুণ প্লেয়ারের পুরস্কার।

বিজয়ী আর্জেন্টিনার পুরস্কার মূল্য: ৪২ মিলিয়ন ডলার (৪ কোটি ২০ লক্ষ ডলার)
রানার্স আপ ফ্রান্সের পুরস্কার মূল্য: ৩০ মিলিয়ন ডলার (৩ কোটি ডলার)

আরও পড়ুন: Lionel Messi: মেসিকে কালো আলখাল্লা উপহার কাতারের রাজার, কিন্তু কেন?

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest