FIFA World Cup 2022: Controversial referee Mateu Lahoz sent home after Lionel Messi outburst

FIFA World Cup 2022: মেসিদের ‘গোঁসা’ ভাঙাতে নিজের দেশে ফেরানো হল বিতর্কিত রেফারিকে, প্রশ্নে FIFA-র সিদ্ধান্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাড়ি পাঠানো হল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের ‘বিতর্কিত’ রেফারি অ্যান্তোনিয়ো মাতেও লাহোজ (FIFA World Cup 2022)। তাহলে কি মেসির মন্তব্যের পরেই এমন সিদ্ধান্ত নিয়েছে ফিফা? জোর জল্পনা শুরু হয়েছে ফুটবল মহলে।

বিতর্কিত আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের আলোচনা থামছেই না। ডাচ-আর্জেন্টাইন ফুটবলাররা একাধিকবার হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন। গোটা ম্যাচে ফুটবলার এবং কোচিং স্টাফ মিলিয়ে ১৭ জনকে হলুদ কার্ড দেখিয়ে প্রচারমাধ্যমের শিরোনামে উঠে এসেছিলেন স্প্যানিশ রেফারি আন্তোনিও মাতেও লাহুজ। বিশ্বকাপের ইতিহাসে কোনও ম্যাচে এতবড় কার্ড দেখানোর নজির ছিল না। ম্যাচের পরে স্প্যানিশ রেফারিকে একহাত নেন মেসি সরাসরি। বলে দেন, এমন হাইভোল্টেজ ম্যাচের দায়িত্ব নেওয়ার মত যথেষ্ট যোগ্যতা নেই লাহুজের।

আরও পড়ুন: Morocco: নয়া নায়ক ‘বোনো’, প্যালেস্টাইনের পতাকা হাতে ‌সেলিব্রেশন মরক্কোর

মেসি বলেছিলেন, রেফারি সম্পর্কে আমি বিশেষ কিছু বলতে চাইনা। মাঠে যা হয়েছে তা সকলেই দেখেছেন। তবে আমার মনে হয় ফিফার একটু ভেবে দেখা প্রয়োজন। বিশ্বকাপের মতো টুর্নামেন্ট। তাও আবার কোয়ার্টার ফাইনাল ম্যাচ। যথেষ্ট দক্ষ ও অভিজ্ঞ রেফারি নিয়োগ করা উচিত ছিল’। মেসির অনুরোধেই কি তাহলে এবার তাঁদের পছন্দের রেফারিকে সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচের দায়িত্ব দিল ফিফা? এই ব্যাপারে প্রশ্ন উঠতে শুরু করেছে।

অ্যান্তোনিয়ো লাহোজের বিরুদ্ধে মেসির ক্ষোভ নতুন নয়। ২০১৩-১৪ মরশুমে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে বার্সেলোনার ম্যাচ ছিল। সেই ম্যাচে মেসির গোল বাতিল করে দিয়েছিলেন লাহোজ।

আরও পড়ুন: FIFA World Cup 2022: ইংল্যান্ডের হাতে হ্যারিকেন ধরাল ফ্রান্স! পেনাল্টি ফস্কানোই হল কাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest