Site icon The News Nest

FIFA World Cup 2022: ইরানকে নিয়ে ছেলেখেলা, হাফডজন গোল দিয়ে বিশ্বকাপ শুরু কেনদের

england

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ঝলমলে ইংল্যান্ড (FIFA World Cup 2022)। ইরানকে ৬-২ ব্যবধানে হারিয়ে দিলেন হ্যারি কেনরা। গোটা ম্যাচেই দুরন্ত খেলল ইংল্যান্ড। তারুণ্যে ভরা এই দলের মধ্যে আক্রমণাত্মক মানসিকতা ঢুকিয়ে দিয়েছেন কোচ গ্যারেথ সাউথগেট। ম্যাচের মধ্যেও দেখতে পাওয়া গেল সেটা। ফুটবল বিশ্বকাপে এটাই ইংল্যান্ডের সবচেয়ে ভাল শুরু। এর আগে ১৯৮২ বিশ্বকাপে ফ্রান্সকে ৩ গোল দিয়েছিল তারা।

ম্যাচ শুরু হতেই চোট পেয়ে বেরিয়ে যান ইরানের গোলকিপার আলিরেজা বেইরানভান্ড। নাক ফেটে রক্ত বেরতে থাকলেও মাঠে দাঁড়িয়ে খেলতে চেষ্টা করেছিলেন। কিন্তু নিরুপায় হয়ে মাঠ ছাড়তেই হয় তাঁকে।  তারপরেই ইরানের বক্সে ঢুকে আক্রমণ শানাতে থাকেন হ্যারি কেনরা। ৩৫ মিনিটে ইংল্যান্ডের হয়ে প্রথম গোল করেন জুড বেলিংহ্যাম। বাঁক খাওয়ানো অসাধারণ শটে বলটি সোজা জালে জড়িয়ে যায়। এই ধাক্কা সামলে ওঠার আগেই ফের গোল। ম্যাগুয়েরের বাড়ানো পাস ধরে বেশ দূর থেকেই শট নিয়েছিলেন সাকা। গোলকিপারকে বোকা বানিয়ে গোল করেন তিনি। দু’মিনিটের মাথায় কেনের ক্রস ধরে গোল করেন রহিম স্টার্লিং। প্রথমার্ধে তিন গোল খেয়েই ম্যাচ থেকে একেবারে হারিয়ে যায় ইরান।

এগিয়ে থেকেও একেবারেই আত্মতুষ্টিতে ভোগেনি সাউথগেটের শিষ্যরা। বিরতির পরেও একইরকম ঝাঁজালো আক্রমণ করতে থাকে ইংল্যান্ড। ৬২মিনিটে ফের গোল করেন সাকা। তবে ৬৫ মিনিটে ব্যবধান কমান ইরানের তারেমি। ৭০ মিনিটে একসঙ্গে তিনটি পরিবর্তন করেন সাউথগেট। নামার এক মিনিটের মধ্যেই গোল করেন র‍্যাশফোর্ড। ৮৯ মিনিটে কার্যত ফাঁকা মাঠে গোল করেন গ্রিলিশ। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে পেনাল্টি পেয়ে গোল করেন তারেমি।  ইরানের বিরুদ্ধে এত বড় ব্যবধানে জয় পেয়ে স্বস্তিতেই থাকবে ইংল্যান্ড।

Exit mobile version