World Cup Qualifiers: ছয়ে ছয়! নেইমার জাদুতে জয়ের ধারা অব্যাহত ব্রাজিলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে মঙ্গলবার প্যারাগুয়ের বিরুদ্ধে ২-০ গোলে জয়লাভ করল ব্রাজিল ফুটবল দল। এই ম্যাচে একটা গোল করেন ব্রাজিল ফুটবল দলের অধিনায়ক নেইমার, আর অন্য গোলটিতে তিনি সাহায্য করেছেন।

শেষ পাঁচ ম্য়াচ ব্রাজিলের বিরুদ্ধে প্যারাগুয়ের পারফরম্যান্স বেশ ভাল। সেই আত্মবিশ্বাসে ভর করেই ফের একবার নেইমার, ফির্মিনোদের বিরুদ্ধে মাঠে নেমেছিল এডুয়ার্ড বেরিজোর দল। গত ম্যাচ থেকে দলে তিনটি পরিবর্তন করেন তিতে। আলিসনের জায়গায় এডারসনকে গোলরক্ষকের দায়িত্ব দেওয়া হয়, পাশাপাশি ম্যাচ শুরু করার সুযোগ পান রবার্তো ফির্মিনো এবং গ্যাব্রিয়েল জেসুসও।

ম্যাচের চার মিনিটেই গোল করে সেলেসাওকে এগিয়ে দেন নেইমার। চিরাচরিত দুর্দান্ত ভঙ্গিমায় নয়, বরং স্ট্রাইকারের ভঙ্গিমায় সুযোগকে কাজে লাগিয়ে প্যারাগুয়ের জালে বল জড়িয়ে দেন প্যারিস সাঁ-জাঁর তারকা ফরোয়ার্ড। তবে গোল খেয়ে পিছিয়ে পড়লেও পুরোদমে ম্যাচে ফিরে আসে বেরিজোর দল। বারংবার আক্রমণ হানতে থাকে ব্রাজিলের গোল লক্ষ্য করে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাজিলের হয়ে রিচার্লসন চোখ ধাঁধানো দক্ষতায় গোলে বল জড়িয়ে দিলেও অফসাইডের দরুণ তা বাতিল হয়।

আরও পড়ুন: India vs Bangladesh Live: লক্ষ্য এশিয়ান কাপ, বাংলাদেশের বিরুদ্ধে তিন পয়েন্ট পেতে মরিয়া সুনীলরা

প্রথমার্ধের মতো দ্বিতীয়ার্ধেও সেয়ানে সেয়ানে টক্কর চলতে থাকে। তবে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় দুই দলই। সময় গড়ালে কড়া ট্যাকেল ও ফুটবলারদের কথা কাটা-কাটিতে ম্যাচের পারদ আরও চড়ে। প্যারাগুয়ে শেষ মুহূর্ত অবধি লড়াই চালিয়ে গেলেও ডিফেন্সভেদী ফাইনাল পাসের অভাবেই তাঁদের ভুগতে। ম্যাচের শেষ সময়ে পরিবর্তিত হিসাবে নামা লুকাস পাকুইতার গোলে জয় সুনিশ্চিত করে ব্রাজিল। গোলের পাসটি বাড়ান নেইমার।

এই জয়ের ফলে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে, দক্ষিণ আমেরিকার বিভাগে নিজেদের শীর্ষস্থান ধরে রাখলেন নেইমাররা। দ্বিতীয় স্থানে থাকা আর্জেন্তিনার থেকে ছয় পয়েন্টে এগিয়ে রইল তিতের দল। এরপর সূচি অনুযায়ী কোপা আমেরিকার প্রথম ম্যাচে ভেনজুয়েলার বিরুদ্ধেই মাঠে নামার কথা ব্রাজিলের।

আরও পড়ুন: বড় জয় পেল পর্তুগাল, গোল করে আলি দাইয়ের রেকর্ডের আরও কাছে রোনাল্ডো

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest