দীর্ঘ ৩০ বছরের খরা কাটিয়ে ইংল্যান্ডের চ্যাম্পিয়ন লিভারপুল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest:অবসান হলো দীর্ঘ তিন দশকের অপেক্ষার। ১৯৮৯-৯০ মৌসুমের পর প্রথমবারের মতো ইংল্যান্ডের পেশাদার ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিতল লিভারপুল।

বৃহস্পতিবার রাতে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি স্ট্যামফোর্ড ব্রিজে চেলসির কাছে ২-১ গোলে হেরে যাওয়ায় ইংলিশ প্রিমিয়ার লিগের ২০১৯-২০ মৌসুমে চ্যাম্পিয়ন হলো ইয়ুর্গেন ক্লপের দল।

আরও পড়ুন : মাঠে বসে ইংলিশ প্রিমিয়র লীগ দেখছে ওসামা বিন লাদেন!

এটি লিভারপুলের ১৯তম লিগ শিরোপা। শেষবার যখন তারা চ্যাম্পিয়ন হওয়ার উৎসবে মেতেছিল, তখন প্রিমিয়ার লিগ পরিচিত ছিল ইংলিশ ফার্স্ট ডিভিশন নামে। অর্থাৎ প্রথমবারের মতো প্রিমিয়ার লিগ জেতার স্বাদ পেল দলটি।

সাত ম্যাচ হাতে রেখে শিরোপা ঘরে তোলার কীর্তি গড়ল অলরেডরা। ৩১ ম্যাচে তাদের অর্জন ৮৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে ২২ পয়েন্টে পিছিয়ে পেপ গার্দিওলার ম্যান সিটি। বাকি ম্যাচগুলোর প্রতিটিতে লিভারপুল হারলে এবং সবকটিতে ম্যান সিটি জিতলেও দুই পয়েন্টে এগিয়ে থাকবে ক্লপের শিষ্যরা।

আগের রাতে ঘরের মাঠে ক্রিস্টাল প্যালেসকে উড়িয়ে বিজয়ের মঞ্চ তৈরি করে রেখেছিল লিভারপুল। অপেক্ষা ছিল কেবল দুটি পয়েন্টের। ম্যাচের শেষদিকে ১০ জনের দলে পরিণত হওয়া ম্যান সিটিকে চেলসি হারিয়ে দেওয়ায় সেই প্রতীক্ষার ইতি ঘটল।

বছরের পর বছর প্রিমিয়ার লিগ জয়ের দৌড়ে থেকেও শেষমেশ লিভারপুলের জন্য বরাদ্দ থাকত একরাশ হতাশা ও যন্ত্রণা। এক সময় ইংলিশ লিগ আর লিভারপুল মানেই ছিল অবিচ্ছেদ্য এক প্রেমকাহিনি। বছরের পর বছর লিভারপুলই নিয়মিত চ্যাম্পিয়ন হত। তবে প্রিমিয়ার লিগ জমানা শুরু হওয়ার পর আর একবারও লিগ জিততে পারেনি লিভারপুল। বরং অসহায় ভাবে দেখতে হয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড, চেলসি, ম্যাঞ্চেস্টার সিটির মতো ক্লাবেরা বছরের পর বছর শৃঙ্গে উঠছে।

তবে ক্লপ কোচ হওয়ার পর থেকেই যেন সবকিছু পালটে যায়। লিভারপুল ভক্তদের কাছে ক্লপ ছিলেন হ্যামলিনের সেই বাঁশিওয়ালা। যিনি লিভারপুল কোচ হওয়ার পর কথা দিয়েছিলেন ক্লাবকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করাই তাঁর আসল লক্ষ্য। সেই কথাটাই রাখলেন ক্লপ।

বুধবার ক্রিস্টাল প্যালেসকে অ্যানফিল্ডে ৪-০ হারানোর পরেই ইপিএল খেতাব লিভারপুলের কার্যত মুঠোয় চলে এশেছিস। তিরিশ বছর পরে লিগ জিততে দরকার ছিল মাত্র ২ পয়েন্ট! প্রায় তিন দশক পরে ইংল্যান্ডে লিগ জয়ের ট্রফি লিভারপুলে আনার অন্যতম নায়ক মহম্মদ সালাহ তাই উচ্ছ্বাস আড়াল করেননি। ক্রিস্টাল প্যালেস ম্যাচে ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ফাবিনহো, সাদিয়ো মানের মতো তিনিও গোল করেছেন।

উল্লসিত মিশরের মেসিকে বলতে শোনা যায়, ‘‘আর দু’পয়েন্ট তুললেই আমরা চ্যাম্পিয়ন! সত্যি ভাবতে পারছি না।’’ যোগ করলেন, ‘‘এই অনুভূতির সঙ্গে অন্য কোনও কিছুর তুলনা হয় না। এখানে খেলতে আসার পর থেকেই বলে যাচ্ছি, একবার অন্তত প্রিমিয়ার লিগ জিততে হবে। জানতাম, চিরকাল সিটিই (ম্যাঞ্চেস্টার) ট্রফি নেবে এমনটা হবে না। গত বার ওরা সত্যিই অসাধারণ খেলেছিল। যোগ্য দল হিসেবেই চ্যাম্পিয়ন হয়। তবে এই মরসুমটা আমাদের। আমরাই সেরা। চ্যাম্পিয়নও হচ্ছি।’’

আরও পড়ুন : লা লিগায় যেন সাপ-লুডো ! মায়োরকাকে গোল দিয়ে ফের লা লিগার শীর্ষে রিয়াল মাদ্রিদ

Gmail 5
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest