অপ্রতিরোধ্য! লোকাতেল্লির জোড়া গোলে শেষ ষোলোয় ইতালি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বুধবার রাতে রোমে সুইৎজারল্যান্ডকেও তিন গোলের মালা পরালো ইতালি। এর মধ্যে দু’গোল করলেন ম্যানুয়েল লোকাতেল্লি। ইউরোর প্রথম দু’ম্যাচে যে দাপটের সঙ্গে তারা খেলল তাতে  ইউরোর প্রথম দু’ম্যাচে যে দাপটের সঙ্গে তারা খেলল তাতে অনেকেই মনে করছে ফিরছে ইতালির স্বর্ণযুগ।

২৬ মিনিটে ইতালি ১-০ এগিয়ে দেন লোকাতেল্লি। দ্বিতীয়ার্ধেও খেলা শুরু হওয়ার সাত মিনিটের মধ্যে এগিয়ে যায় ইতালি। নেপথ্যে সেই লোকাতেল্লি। পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া বাঁ-পায়ের শটে বল জালে জড়িয়ে দেন তিনি। ৮৯ মিনিটে পেনাল্টি বক্সের বাইরে থেকে নেওয়া দুরন্ত শটে ৩-০ করেন ইমমোবিলে। নিজেদের ঐতিহ্যশালী চরিত্রের বাইরে বেরিয়ে যে অতিআক্রমণাত্মক ফুটবল ইতালি খেলছে, তা নজর কাড়ছে সবার।

আরও পড়ুন : Euro 2020: আলেকজাই মিরানচুকের গোলে জয়ের স্বাদ পেল রাশিয়া

প্রথম খেলায় সুইৎজারল্যান্ডের সঙ্গে ১-১ ড্র করার পর গ্রুপ এ-তে ওয়েলস তাদের দ্বিতীয় ম্যাচে তুরস্ককে ২-০ গোলে পরাজিত করল।

বুধবার আজারবাইজানের বাকুতে আয়োজিত ইউরো কাপের এই ম্যাচটি ছিল তুরস্করও দ্বিতীয় ম্যাচ। প্রথম ম্যাচে তারা ইতালির কাছে ০-৩ গোলে পরাজিত হয়েছিল।

আরও পড়ুন : গোটা গ্রাম এই ভাবে ঢেকে গেল মাকড়সার জালে!

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest