#কলকাতা: এই প্রথম মোহনবাগান রত্ন পাচ্ছেন দুই ক্রীড়াবিদ। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবসের দিন হকি কিংবদন্তি কেশব দত্ত ও ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হাতে এই রত্ন তুলে দেওয়া হবে।এর আগে এই পুরস্কার পেতেন শুধু মাত্র ফুটবলাররা। এ বার থেকে অন্য খেলার জগতের দিকপালরাও এই পুরস্কার পাবেন। এ বারই তার সূচনা হল।
মোহনবাগান রত্ন ছাড়াও মোহনবাগানের প্রতিষ্ঠা দিবসের দিন লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার পাবেন প্রাক্তন ফুটবলার অশোক চট্টোপাধ্যায়। ওই দিনই স্পেশাল স্পোর্টস পারসোনালিটি সম্মান দেওয়া হবে ভারতীয় ক্রিকেটের মহম্মদ শামিকে।
২০১৯ বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্সের সুবাদে মোহনবাগান দিবসে সম্মানিত করা হবে টিম ইন্ডিয়ার পেসার মহম্মদ শামিকে। বর্ষসেরা যুব ফুটবলারের ট্রফি দেওয়া হবে প্রয়াত ফুটবলার পুঙ্গব কান্ননের নামে। একনজরে দেখে নেওয়া যাক ২৯ জুলাই, মোহনবাগান দিবসে কোন কোন ক্রীড়াবিদকে সম্মানিত করা হবে-
‘মোহনবাগান রত্ন’ : প্রসূন বন্দ্যোপাধ্যায়(ফুটবলার) এবং কেশব দত্ত(হকি অলিম্পিয়ান)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড : অশোক চ্যাটার্জি
বর্ষসেরা ফুটবলার : অরিজিত্ বাগুই
বর্ষসেরা ক্রিকেটার : রাজকুমার পাল
বর্ষসেরা অ্যাথলিট : তাপস দে
বর্ষসেরা যুব দল : মোহনবাগান অনূর্ধ্ব-১৯ ফুটবল দল
২৯ জুলাই, মোহনবাগান দিবসে মঞ্চে চূনী গোস্বামী, ডঃ ভেজ পেজ, সৌরভ গাঙ্গুলি, প্রসেনজিত্ চ্যাটার্জি এবং দেবশঙ্কর হালদারের হাতে আজীবন সদস্যপদ তুলে দেওয়া হবে।