জয়ী হয়ে টেবিল-শীর্ষে বার্সেলোনা, ৭০০ আন্তর্জাতিক গোলের দরজায় মেসি!

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ওয়েব ডেস্ক: সম্পূর্ণ চেষ্টা করেও মেসির বার্সেলোনাকে (Barcelona) ঠেকাতে পারল না লেগানেস। আনসু ফাতি ও লিওনেল মেসির গোলে প্রত্যাশিত জয় পেয়েছে বার্সা। এর ফলে রিয়াল মাদ্রিদের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে লিগ টেবিলের শীর্ষে পৌঁছে গেল বার্সেলোনা।

খেলার শুরু থেকেই বলের বেশি দখল রেখেছিল বার্সেলোনা। হাফটাইমের আগে ফাতির গোলে এগিয়ে যায় বার্সা শিবির। এই গোলের মাধ্যমেই লা লিগায় কনিষ্ঠতম ফুটবলার হিসেবে ৫ গোলের রেকর্ড করলেন তিনি। দ্বিতীয়ার্ধ্বে পেনাল্টি গোলে ব্যবধান বাড়িয়ে দেন মেসি।

আরও পড়ুন : T20 বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ ইঙ্গিত ক্রিকেট অস্ট্রেলিয়ার, খুলতে পারে IPL-এর ভাগ্য

ম্যাচের ৬৩ তম মিনিটে নেলসন সেমেদোর কাছ থেকে বল পেয়ে গোল করেছিলেন গ্রিজম্যান। তবে VR প্রযুক্তির সাহায্যে ফরাসি ফুটবলারের গোলকে অফসাইড ঘোষণা করেন রেফারি। ৬৯ মিনিটে পেনাল্টি পেয়ে তা মিস করেননি মেসি। প্রসঙ্গত, আন্তর্জাতিক (ক্লাব+জাতীয় দল) ফুটবলে এটি মেসির ৬৯৯ তম গোল।

খেলার অতিরিক্ত সময়ে উত্তেজিত হয়ে লাল কার্ড দেখেন লেগানেস কোচ। আপাতত ২৯ ম্যাচে ২০ জয় এবং ৪ ম্যাচ ড্র করে ৬৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে শীর্ষ চলে গিয়েছে মেসির বার্সা। দু’নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। তাদের পয়েন্ট ৫৯। বৃহস্পতিবার ঘরের মাঠে তারা খেলবে ভ্যালেন্সিয়ার বিরুদ্ধে।

আরও পড়ুন : বাঁচাতে হবে বইপাড়াকে, বিধ্বস্ত কলেজ স্ট্রিটের জন্য ২.৫ লক্ষ অনুদান কিং খানের!

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest