হৃদরোগে আক্রান্ত হয়ে বেঙ্গালুরুর হাসপাতালে ভর্তি কিংবদন্তি চন্দ্রশেখর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন স্পিনার বিএস চন্দ্রশেখর। বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে আইসিএউতে ভর্তি রয়েছেন প্রাক্তন তারকা। তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছেন কর্নাটক ক্রিকেট সংস্থার এক কর্তা।

কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসসোসিয়েশনের মুখপাত্র বিনয় মৃত্যুঞ্জয় চন্দ্রশেখরের হাসপাতালে ভর্তির কথা এএনআইকে জানিয়েছেন। তিনি এও জানিয়েছেন যে, আপাতত প্রাক্তন তারকার শারীরিক অবস্থা স্থিতিশীল।

চন্দ্রশেখরের স্ত্রী সন্ধ্যা এএনআইকে পরে জানান যে, ম্যাচ দেখতে দেখতে হঠাৎ করেই ক্লান্তি অনুভব করেন ভগতব। কথাও জড়িয়ে যাচ্ছিল। ফলে তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তিনি এও জানিয়েছেন যে, আপাতত ভালো আছেন কিংবদন্তি ক্রিকেটার।

আরও পড়ুন: বাবুলের বিতর্কিত সেই টুইটের ‘যোগ্য’ জবাব দিলেন হনুমা বিহারী

ভারতের হয়ে ৫৮টি টেস্ট খেলেছেন চন্দ্রশেখর। নিয়েছেন ২৪২টি উইকেট। সেরা বোলিং ৭৯ রানে ৮ উইকেট। ১৬ বার ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তিনি।

দেশের হয়ে ১টি ওয়ান ডে ম্যাচও খেলেন চন্দ্রশেখর। অকল্যান্ডে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচে ৩৬ রানের বিনিময়ে ৩টি উইকেট নেন তিনি। ২৪৬টি ফার্স্ট ক্লাস ম্যাচে ১০৬৩টি উইকেট নিয়েছেন কিংবদন্তি লেগ স্পিনার।

আরও পড়ুন: Brisbane-এ সুন্দর, শার্দুলের দাপাদাপি, ভারত ৩৩৬

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest