Site icon The News Nest

স্বপ্নপূরণ নীরজ চোপড়ার, বাবা-মাকে করালেন বিমান যাত্রা

neeraj

নীরজের ইচ্ছাপূরণ| ছোট থেকেই স্বপ্নটা দেখতেন, কিন্তু সামর্থ ছিল না| অবশেষে পেরেছেন| প্রথমবার বাবা-মাকে বিমান যাত্রা করালেন নীরজ চোপড়া| দীর্ঘদিনের স্বপ্নপূরণে আপ্লুত ভারতের সোনার ছেলে|

টোকিও অলিম্পিকের মঞ্চে ইতিহাস গড়েছেন নীরজ চোপড়া| যা কেউ করতে পারেননি, সেটাই করে দেখিয়েছিলেন তিনি| প্রথম ভারতীয় অ্যাথলিট হিসাবে অলিম্পিকের মঞ্চে সোনা জিতেছিলেন নীরজ চোপড়া|

জ্যাভলিন থ্রোয়িংয়ে সকলকে পিছনে ফেলে সোনার ইতিহাস তৈরি করেছিলেন নীরজ চোপড়া| ট্র্যাক অ্যান্ড ফিল্ডের স্বপ্ন পূরণ হয়েছে| এরপর বাকি ছিল জীবনের অন্যান্য স্বপ্নগুলো পূরণ করার অপেক্ষা|

যার প্রথমেই ছিল বাবা-মাকে বিমান যাত্রা করানো| তারা না থাকলে এজকের নীরজ চোপড়া যে এই জায়গায় পৌঁছতে পারত না তা বারবার তাঁর মুখে শোনা গিয়েছে| বাবা-মায়ের অনুপ্রেরণায় এগিয়ে গিয়েছেন তিনি| সোনার স্বপ্ন পূরণ করেছেন|নিজে বিমান যাত্রা করলেও, তাঁর বাবা-মা কখনও বিমানে চড়েননি| সেই ইচ্ছাই পূরণ করলেন নীরজ চোপড়া|

কলকাতায় আসছে অলিম্পিকে সোনা জয়ী নীরজ চোপড়া। ১৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তুলে ধরবেন একাধিক অজানা দিক। উচ্ছ্বসিত কলকাতাবাসী।

নীরজ চোপড়ার ক্রীড়া জীবন থেকে ব্যক্তিগত জীবন নিয়ে দেশবাসীর জানার কৌতুহলও বেড়ে চলেছে দিনের পর দিন। এবার জীবনের অজানা কাহিনি জানাতে ‘সিটি অফ জয়’তে আসছেন নীরজ তোপড়া। ১৫ সেপ্টেম্বর একটি অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় আসছেন তিনি। শতদ্রু দত্ত আয়োজিত ‘তাহাদের কথা’ একটি অনুষ্ঠানে যোগ দেবেন টোকিও অলিম্পিকে সোনা জয়ী।  অনুষ্ঠানটির সঞ্চলনা করবেন প্রিয়ম ঘোষ। এমন একজন সুপার স্টারের সাক্ষাৎকার নেওয়ার সুযোগ পেয়ে আপ্লুত তিনিও।

Exit mobile version