লাদাখে শহিদ জওয়ানদের নিয়ে বিতর্কিত পোস্ট; নির্বাসিত সিএসকে দলের এই সদস্য

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The News Nest: পূর্ব লাদাখের ভারত-চিন সীমান্তে প্রায় দেড়মাস ধরে যুদ্ধ যুদ্ধ পরিস্থিতি। প্রায় সাড়ে চার দশক পর সোমবার পূর্ব লাদাখের গালওয়ান সীমান্তে ভারতীয় জওয়ানদের রক্ত ঝরেছে। শহিদ হয়েছেন অন্তত ২০ জন। যাঁদের প্রতি সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করলেন ক্রিকেট তারকা। একইসঙ্গে এই ঘটনা নিয়ে মশকরা করে বিপাকে পড়তে হল সুপার কিংস দলের ডাক্তার মধু থোট্টাপিল্লিলকে।

গালওয়ানে ভারত-চিন সংঘর্ষে শহিদ জওয়ানদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিতর্কিত মন্তব্য করার জন্য চাকরি গেল চেন্নাই সুপার কিংসের টিম ডাক্তারের। সিএসকে ফ্র্যাঞ্চাইজির তরফে টিম ডাক্তারকে বরখাস্ত করার কথা জানিয়ে দেওয়া হয় সোশ্যাল মিডিয়াতেই।

আরও পড়ুন: লাদাখে শহিদ জওয়ানদের শ্রদ্ধার্ঘ জানালেন বিরাট-রোহিত-যুবরাজরা

লাদাখে গালোয়ান উপত্যকায় চিন-ভারত সংঘর্ষে ২০ জন ভারতীয় জওয়ান প্রাণ হারিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় নিহত সেনাদের শ্রদ্ধার্ঘ জানাচ্ছে দেশবাসী। চেন্নাই সুপার কিংসের ডাক্তার মধু ঠোঠটাপল্লিল টুইট করে লেখেন , ” আমার জানতে ইচ্ছে করছে শহিদ জওয়ানদের কফিনে কি এবার PM CARE লেখা থাকবে?” স্বাভাবিকভাবেই এমন বিতর্কিত টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। চাপে পড়ে টুইটটি ডিলিট করেন ডাক্তার মধু। তবে ততক্ষণে পিঠ বাঁচাতে আসরে নেমে পড়েছে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি।

ড্যামেজ কন্ট্রোলে নেমে চেন্নাই ফ্র্যাঞ্চাইজি জানায়, “টিম ডক্টরের সোশ্যাল মিডিয়ায় মন্তব্য তাঁর ব্যক্তিগত মত, এর সঙ্গে চেন্নাই শিবিরের কোনও যোগাযোগ নেই। দেশের সেনাদের নিয়ে এমন মন্তব্য এবং বিতর্কিত টুইটের জন্য দল ক্ষমাপ্রার্থী। দলের সঙ্গে তাঁর সমস্ত সম্পর্ক বাতিল করা হল।”

আরও পড়ুন: জয়ী হয়ে টেবিল-শীর্ষে বার্সেলোনা, ৭০০ আন্তর্জাতিক গোলের দরজায় মেসি!

Gmail 3
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest