HARBHAJAN SINGH BECOMES FATHER FOR THE SECOND TIME

Harbhajan Singh : হরভজন-গীতার কোলে নতুন অতিথি, দ্বিতীয় বার বাবা হলেন ভাজ্জি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

দ্বিতীয় বার বাবা হলেন হরভজন সিং (Harbhajan Singh) ৷ তাঁর স্ত্রী গীতা বসরা (Geeta Basra) শনিবার জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের ৷ সামাজিক মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন ভাজ্জি ৷ গীতা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ আছে ৷ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন হরভজন ৷

ইনস্টাগ্রামে হরভজন একটি পোস্ট করেছেন। সেখানে তিনি তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছেন। হরভজনের বার্তায় আবেগ এবং আনন্দ যেন ঝরে পড়েছে। অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে  হিনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ নতুন অতিথির আগমনে হরভজন ও গীতার প্রোফাইলে নেটিজেনদের অভিনন্দন ও শুভেচ্ছার স্রোত ৷


আরও পড়ুন: Euro 2020: দৌড় থেমে গেল ডেনমার্কের, ৫৫ বছরের খরা কাটিয়ে প্রথমবার ইউরোর ফাইনালে উঠল ইংল্যান্ড

২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷

কিছু দিন আগেই গীতার ভার্চুয়াল বেবি শাওয়ারের ছবি ভার্চুয়াল হয়েছিল সামাজিক মাধ্যমে ৷ স্ত্রীকে চমকে দেওয়ার জন্য এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হরভজন নিজে ৷ সেই অনুষ্ঠানে নেটমাধ্যমেই গীতাকে শুভেচ্ছা জানান দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বান্ধবীরা ৷ সামাজিক মাধ্যমে গীতা পোস্টও করেন সেই অনুষ্ঠানের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছিল পুরো ঘর সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুন দিয়ে ৷ তা সামনে গীতা দাঁড়িয়ে আছেন ঢিলেঢালা নীল পোশাক পরে ৷ সঙ্গে ছিলেন হরভজন এবং তাঁদের মেয়েও ৷

আরও পড়ুন: Tokyo 2020: ভারতের অলিম্পিয়ানদের জন্য গানে সুর দিলেন এ আর রহমান

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest