দ্বিতীয় বার বাবা হলেন হরভজন সিং (Harbhajan Singh) ৷ তাঁর স্ত্রী গীতা বসরা (Geeta Basra) শনিবার জন্ম দিয়েছেন এক পুত্রসন্তানের ৷ সামাজিক মাধ্যমে নিজেই এই খবর জানিয়েছেন ভাজ্জি ৷ গীতা এবং সদ্যোজাত দু’জনেই সুস্থ আছে ৷ শুভাকাঙ্ক্ষীদের ধন্যবাদ জানিয়েছেন হরভজন ৷
ইনস্টাগ্রামে হরভজন একটি পোস্ট করেছেন। সেখানে তিনি তাঁদের সংসারে নতুন অতিথির আগমনের কথা জানিয়েছেন। হরভজনের বার্তায় আবেগ এবং আনন্দ যেন ঝরে পড়েছে। অভিনেত্রী মডেল গীতাকে ২০১৫ সালে বিয়ে করেছিলেন হরভজন ৷ পরের বছর জন্ম হয় তাঁদের মেয়ে হিনায়ার ৷ চলতি বছর মার্চে গীতা জানান, তিনি দ্বিতীয় বারের জন্য মা হতে চলেছেন ৷ নতুন অতিথির আগমনে হরভজন ও গীতার প্রোফাইলে নেটিজেনদের অভিনন্দন ও শুভেচ্ছার স্রোত ৷
আরও পড়ুন: Euro 2020: দৌড় থেমে গেল ডেনমার্কের, ৫৫ বছরের খরা কাটিয়ে প্রথমবার ইউরোর ফাইনালে উঠল ইংল্যান্ড
২০০৬ সালে গীতার প্রথম ছবি ‘দিল দিয়া হ্যায়’ মুক্তি পায় ৷ এর পর তিনি নজর কাড়েন ‘দ্য ট্রেন’ এবং ‘জিলা গাজিয়াবাদ’ ছবিতে ৷ পঞ্জাবি ছবি ‘লক’-এ তাঁকে শেষ বার অভিনয় করতে দেখা গিয়েছে ৷
কিছু দিন আগেই গীতার ভার্চুয়াল বেবি শাওয়ারের ছবি ভার্চুয়াল হয়েছিল সামাজিক মাধ্যমে ৷ স্ত্রীকে চমকে দেওয়ার জন্য এই অনলাইন অনুষ্ঠানের আয়োজন করেছিলেন হরভজন নিজে ৷ সেই অনুষ্ঠানে নেটমাধ্যমেই গীতাকে শুভেচ্ছা জানান দেশ বিদেশে ছড়িয়ে থাকা তাঁর বান্ধবীরা ৷ সামাজিক মাধ্যমে গীতা পোস্টও করেন সেই অনুষ্ঠানের ছবি ৷ ছবিতে দেখা গিয়েছিল পুরো ঘর সাজানো হয়েছে নীল আর গোলাপি বেলুন দিয়ে ৷ তা সামনে গীতা দাঁড়িয়ে আছেন ঢিলেঢালা নীল পোশাক পরে ৷ সঙ্গে ছিলেন হরভজন এবং তাঁদের মেয়েও ৷
আরও পড়ুন: Tokyo 2020: ভারতের অলিম্পিয়ানদের জন্য গানে সুর দিলেন এ আর রহমান