Good news! The corona report of the 8 Indian stars who are close to Krunal is negative

IND vs SL: ক্রুণালের সান্নিধ্যে থাকা ৮ জনের করোনা রিপোর্ট নেগেটিভ, তবু খেলবেন না ‘এঁরা’ কেউই

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ক্রুণাল পান্ডিয়া করোনা আক্রান্ত হওয়ায় ভারত-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচ একদিন পিছিয়ে দিতে হয়েছে। মঙ্গলবার সকালে করোনা পজিটিভ চিহ্নত হওয়া ক্রুণালকে তড়িঘড়ি আইসোলেশনে পাঠানো হয়েছে। ৭ দিন নিভৃতবাসে থাকতে হবে তাঁকে। ফলে চলতি টি-২০ সিরিজ থেকে তিনি ছিটকে গিয়েছেন, একথা বলার অপেক্ষা রাখে না।

তবে স্বস্তির খবর এই যে, ক্রুণালের কাছাকাছি থাকা ৮ ভারতীয় ক্রিকেটারের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। প্রত্যেকেই স্থগিত হয়ে যাওয়া দ্বিতীয় টি-২০ ম্যাচে মাঠে নামতে পারবেন বলে খবর। দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ আজ খেলা হবে আর তৃতীয় ম্যাচ বৃহস্পতিবার খেলা হবে৷ কিন্তু এই ম্যাচে ৯ জন ভারতীয় ক্রিকেটারের খেলা হবে না৷ তাতে শামিল এক লম্বা লিস্ট৷

আরও পড়ুন: জবরদস্ত জয় : গোলের হ্যাটট্রিক, হকিতে স্পেনকে উড়িয়ে দিল ভারত

ইনসাইড স্পোর্টসের খবর অনুযায়ি পৃথ্বী শ (Prithvi Shaw), সূর্য কুমার যাদব (Suryakumar Yadav), হার্দিক পান্ডিয়া  (Hardik Pandya), ইশান কিষন (Ishan Kishan), এছাড়া ওপেনিং ক্রিকেটার দেবদত্ত পাডিক্কল, ও কৃষ্ণাপ্পা গৌতমও খেলতে পারবেন না৷ এঁরা সকলের ক্রুণালের সঙ্গে সঙ্গে ঘোরাফেরা করতেন৷ তবে এছাড়াও ক্রুণালের কাছাকাছি আরও কেউ একজন এসেছেন যাঁর নাম এখনও জানা যায়নি৷

সূত্রের খবর অনুযায়ী কিছু ক্রিকেটারকে আইসোলেশনেই থাকতে হবে৷ তাঁরা কোনও ম্যাচ খেলতে পারবেন না৷ শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড পরিস্থিতির ওপর কড়া নজর রেখেছেন৷ শ্রীলঙ্কার স্বাস্থ্য সুরক্ষা বিধি অনুযায়ী ক্রুণাল ৩০ জুলাই ভারতীয় দলের বাকি সদস্যদের সঙ্গে দেশে ফিরতে পারবেন না৷ তাঁকে পুরো আইসোলেশন পিরিয়ডে পুরো নির্ধারিত সময় কাটানোর পরে আরটিপিসিআর টেস্টে নেগেটিভ রিপোর্ট নিয়ে তবেই বাড়ি ফিরতে পারবেন৷ শিখর ধাওয়ান (Shikhar Dhawan) নেতৃত্বাধীন ভারত প্রথম ম্যাচ ৩৮ রানে জিতে যান৷ এবার তাঁদের লক্ষ্য সিরিজ জেতা৷

আরও পড়ুন: প্রয়াত কিংবদন্তি ভারতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় Nandu Natekar

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest