গুগলের সার্চ ইঞ্জিনে ‘রশিদ খান ওয়াইফ’ লিখলেই নাম দেখাচ্ছে অনুষ্কা শর্মার। হ্যাঁ, ভারতের অধিনায়ক বিরাট কোহলির স্ত্রী তথা অভিনেত্রী অনুষ্কা শর্মার নাম দেখা যাচ্ছে রশিদ খানের স্ত্রী হিসেবে। আর এই ঘটনাতেই অবাক সবাই।
কী, বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস না হলে গুগলে সার্চ করে দেখুন। গুগল সেটাই দেখাচ্ছে। জনপ্রিয় এই সার্চ মেশিনে ‘Rashid khan Wife’ সার্চ করলেই ভেসে আসছে টিম ইন্ডিয়ার ফার্স্ট লেডি অনুষ্কা শর্মার নাম। আর সেটা নিয়েই নেটদুনিয়ায় শুরু হয়েছে রসিকতা।
এর কারণ জানতে হলে পিছিয়ে যেতে হবে ২ বছর আগে, ২০১৮ সালে। একটি ইনস্টাগ্রাম চ্যাটে রশিদকে ফ্যানরা তাঁর পছন্দের অভিনেত্রী কে সেটা জিজ্ঞাসা করলে বিরাট পত্নী অনুষ্কার নাম নিয়েছিলেন তিনি। এছাড়া প্রীতি জিন্টার নামও নেন রশিদ। কিন্তু তাঁর প্রথম পছন্দ হিসেবে অনুষ্কার নাম নেওয়ায় সেটাই খবর হয়ে যায়।
আরও পড়ুন : সাজলেন গাঢ় নীলে! ফের একবার মালাবদল সারলেন ‘কৃষ্ণকলি’ তিয়াসা রায়
খবরের শিরোনামে লেখা থাকে রশিদ খানের পছন্দের অভিনেত্রী হলেন অনুষ্কা শর্মা। এতবার গুগলে তা লেখা হয়েছে যে রশিদ খানের স্ত্রীর নাম সার্চ করলেই প্রথমে অনুষ্কার নাম উঠে আসছে।এই বিষয়ে অবশ্য রশিদ বা অনুষ্কা কারও তরফে কোনও মন্তব্য করা হয়নি। কিছু বলেননি বিরাটও। কারণ তাঁরা তিনজনেই জানেন, এটা সম্পূর্ণই গুগলের কেরামতি। এতে কারও হাত নেই।আসলে কিন্তু রশিদ খান এখনও অবিবাহিত। তিনি শপথ নিয়েছেন আফগানিস্তানকে বিশ্বকাপ না জিতিয়ে বিয়ে করবেন না।
গুগল হল আর্টিফিশিয়াল সার্চ ইঞ্জিন। তাই যারা কেবল গুগল নির্ভর এই বার্তা তাদের জন্যেও। এরকম বহু বিষয় রয়েছে যা গুগল সব সময় সঠিক নয়। তাই নিজের বুদ্ধি বিবেচনার ওপর খানিকটা অষ্টাহ রাখুন। সবটাই গুগল নির্ভর হয়ে পড়বেন না।
আরও পড়ুন : হঠাৎ অসুস্থ দিলীপ ঘোষ, দিনের সমস্ত কর্মসূচি বাতিল করে ঘরে রাজ্য বিজেপি সভাপতি