Site icon The News Nest

দুরন্ত পারফর্ম্যান্স নীরজ চোপড়ার, প্রথম চেষ্টাতেই ফাইনালে ভারতীয় জ্যাভেলিন থ্রোয়ার

neeraj

টোকিও অলিম্পিক্সের ফাইনালে উঠলেন অ্যাথলেটিক্সে ভারতের অন্যতম পদক সম্ভাবনা জ্যাভেলিন থ্রোয়ার নীরজ চোপড়া। এই প্রথমবার তিনি অলিম্পিক্সের আসরে ভারতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন। বুধবার ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ভারতের অভিযান শুরু হয় নীরজের ইভেন্ট দিয়েই। কার্যত এলেন, দেখলেন, জয় করলেন ঢংয়েই তিনি কোয়ালিফিকেশন রাউন্ডের বাধা টপকে যান।

কোয়ালিফিকেশন রাউন্ডের এ-গ্রুপে লড়াই ছিল নীরজের। বি-গ্রুপে রয়েছেন ভারতের আরেক অ্যাথলিট শিবপাল সিং। নীরজের ব্যক্তিগত সেরা পারফর্ম্যান্স ৮৮.০৭ মিটার, টোকিওয় যা মেলে ধরতে পারলে ইভেন্টের ফাইনালের যোগ্যতা অর্জন করার কথা ছিল অনায়াসে।

আরও পড়ুন :

আরও পড়ুন : চিনা কুস্তিগীরকে পরাজিত করে ৮৬ কেজি বিভাগের শেষ চারে দীপক পুনিয়া

 

Exit mobile version