Hardik-Natasha Wedding: Hardik Pandya and Natasa Stankovic get Married in Udaipur

Hardik-Natasha Wedding: ঠোঁটে ঠোঁট! ছেলে কোলে দ্বিতীয়বার বিয়ে হার্দিক-নাতাশার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

একবারে সাধ মেটেনি তাই দ্বিতীয় বার বিয়ের পিঁড়িতে বসলেন হার্দিক পাণ্ডিয়া। তাও আবার এক সন্তানের বাবা হওয়ার পরও। পাত্রী নিজের স্ত্রী নাতাশা স্টানকোভিচ। ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে-এর দিন হার্দিক ও নাতাশা বিয়ে করেন। সোশ্যাল মিডিয়ায সেই ছবি পোস্ট হতেই তা নিমিষে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া ও সার্বিয়ান মডেল নাতাশা এদিন রাজস্থানের উদয়পুরে ছেলে অগ্যস্তকে সঙ্গে নিয়েই দ্বিতীয়বার বিয়ে করেন। পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে উদয়পুরে বসেছিল জমকালো বিয়ের অনুষ্ঠান। এককথায় বলা চলে স্ত্রী নাতাশার ইচ্ছেতেই হার্দিক তাঁর স্ত্রীয়ের সঙ্গে সামাজিকভাবে বিয়েটা করে নিলেন। নাতাশা অন্তঃসত্ত্বা হওয়ার জেরে তড়িঘড়ি কোর্ট ম্যারেজ সেরেছিলেন দুজনে। সে বছর তিনেক আগের কথা। করোনার জেরে কোনওরকম সেলিব্রেশনও হয়নি। তাই পরিবার ও বন্ধুদের সাক্ষী রেখে দ্বিতীয়বার বিয়ের পর্ব সারলেন তারকা দম্পতি।

আরও পড়ুন: Jeff Bezos: ফুটবল টিম কিনতে ‘ওয়াশিংটন পোস্ট’ বেচে দেওয়ার সিদ্ধান্ত জেফ বেজোসের

বিয়েতে নাতাশা পরেছিলেন সাদা রঙের গাউন। তাঁর থেকে চোখ ফেরানো দায় ছিল। অন্যদিকে হার্দিক পরেছিলেন কালো রঙের স্যুট-প্যান্ট। আর তাঁদের দু বছরের সন্তানও তাঁদের বিয়েতে সেজে উঠেছিল।  সোমবার থেকেই অনুষ্ঠান শুরু হয়ে যায় এবং মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডের দিন দু’জন আবারও সাত পাকে ঘোরেন। বিয়ের পর নাতাশার ঠোঁটে উষ্ণ চুম্বন দিতে ভোলেন না হার্দিক। ছেলে অগস্ত্যকেও আদর করতে দেখা যায় নবদম্পতিকে।

তারকা জুটির বিয়ের সাক্ষী থাকতে উদয়পুরে উড়ে গেছিলেনবিরাট কোহলি (Virat Kohli), অনুষ্কা শর্মা (Anushka Sharma), কেএল রাহুল (KL Rahul), আথিয়া শেট্টিরা (Athiya Shetty)।

আরও পড়ুন: India vs Australia: ধর্মশালা থেকে সরল ভারত-অস্ট্রেলিয়া টেস্ট, নয়া জায়গার নাম ঘোষণা করল BCCI

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest