Harmanpreet Kaur: ICC slaps two-match ban on Harmanpreet Kaur for her outburst in Dhaka ODI

Harmanpreet Kaur: স্টাম্প ভাঙার জন্য শাস্তি, দু’ম্যাচ নির্বাসিত হরমনপ্রীত, এশিয়ান গেমসে চাপে ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

বাংলাদেশের বিরুদ্ধে খেলা চলাকালীন ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার জন্য শাস্তি পেলেন হরমনপ্রীত কৌর। আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচে খেলতে পারবেন না তিনি। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে ম্যাচ ফি-র ৭৫ শতাংশ কেটে নেওয়া হয়েছিল তাঁর। দু’ম্যাচ নির্বাসনের ফলে এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলা হবে না হরমনপ্রীতের। ভারত ফাইনালে উঠলে খেলতে পারবেন তিনি।

উল্লেখ্য, শনিবার আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে আউট হওয়ার পর ব্যাট দিয়ে উইকেট ভেঙে দেন হরমন (Harmanpreet Kaur)। এমনকী মাঠ ছেড়ে বেরিয়ে যাওয়ার সময় বাংলাদেশ দল এবং দর্শকদের উদ্দেশেও অঙ্গভঙ্গি করেন তিনি। ম্যাচের পরও আম্পায়ারিং নিয়ে সরব হন তিনি।

আইসিসির হিসাবে ভারত অধিনায়কের (Indian Captain) দুটি প্রতিক্রিয়াই বিধিভঙ্গ। যে কারণে দুটি আলাদা আলাদা শাস্তি পেয়েছেন ভারত অধিনায়ক। ব্যাট দিয়ে স্টাম্প ভাঙার জন্য শাস্তি হিসাবে আগামী দু’টি আন্তর্জাতিক ম্যাচ থেকে নির্বাসিত করা হয়েছে ভারত অধিনায়ককে। আগেই তাঁকে ৩ ডিমেরিট পয়েন্ট দিয়েছিল আইসিসি। সেই সঙ্গে ম্যাচ ফি-র ৫০ শতাংশ কেটে নেওয়া হয়েছিল তাঁর। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসে আম্পায়ারদের সমালোচনা করার জন্য তাঁর ম্যাচ ফি’র ২৫ শতাংশ কাটা হয়েছে। আইসিসি জানিয়েছে, দুই ক্ষেত্রেই নিজের দোষ স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: World Cup Ticket Price: বিশ্বকাপে ইডেনের টিকিট মাত্র ৬৫০ টাকা! ঘোষণা সিএবি’র

ভারতের মহিলা দলের পরবর্তী খেলা এশিয়ান গেমসে। ২৩ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু এশিয়ান গেমস। আইসিসি ক্রমতালিকা অনুযায়ী সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে ভারত। অর্থাৎ, তার আগে হরমনপ্রীতকে শাস্তি দেওয়ায় কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালে খেলতে পারবেন না তিনি। দল যদি ফাইনালে ওঠে তা হলে সরাসরি তিনি ফাইনালে খেলতে পারবেন।

হরমনের এই শাস্তির ফলে এশিয়ান গেমসের আগে বিপাকে পড়ে গেল ভারতীয় মহিলা দল। উল্লেখ্য, সেরা চার দলের মধ্যে থাকায় ভারতের মহিলারা সরাসরি এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে নামার সুযোগ পাচ্ছে। একমাত্র এশিয়ান গেমসের ফাইনালে ভারত পৌঁছলে নামতে পারেন হরমনপ্রীত। তিনি না খেললে স্মৃতি মান্ধানা ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন।

আরও পড়ুন: ICC World Cup 2023 : বিশ্বকাপের প্রচারে শাহরুখ, ভিডিয়ো প্রকাশ করল আইসিসি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest