IPL 2021 Auction: জেনে নিন কোন দলের হাতে কত টাকা রয়েছে, কোন দল কতজনকে কিনতে পারবে…

ডিসনি+ হটস্টারে আইপিএল ২০২১-এর নিলামের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।

আগামীকাল চেন্নাইতে আইপিএল ২০২১-এর নিলাম। নিলামের প্রস্তুতি ইতিমধ্যেই তুঙ্গে উঠেছে। এবারের নিলামে উঠবেন ২৯২ জন খেলোয়াড়। তাঁদের তালিকা ইতিমধ্যেই তৈরি করেছে বিসিসিআই। সমস্ত দলগুলিকে তাদের তহবিল মূল্যের ৭৫ শতাংশ ব্যয়ের ব্যাপারে বিজ্ঞপ্তি দিয়েছে বোর্ড। উল্লেখ্য, এবার খুব একটা বড়সড় হবে না আইপিএলের নিলাম। মেগা অকশন হবে ২০২২-র সিজনের আগে।

এবছর প্লেয়ার রেজিস্ট্রেশনের সময়সীমা ছিল ৪ ফেব্রুয়ারি। আইপিএল নিলামে রেজিস্ট্রেশনের জন্য ১১১৪ ক্রিকেটার তাঁদের নাম পাঠিয়েছেন। এবার যে প্লেয়াররা নিলামের উঠবেন তাঁদের চূড়ান্ত তালিকা গত ১১ ফেব্রুয়ারি বোর্ড প্রকাশ করেছে। এই তালিকায় রয়েছেন ২৯২ জন ক্রিকেটার, যাঁদের মধ্যে ১৬৪ জন ভারতের, ১২৫ জন বিদেশী ও তিন প্লেয়ার অ্যাসোসিয়েট দেশগুলির।

দেখে নেওয়া যার স্কোয়াডগুলির তহবিল ও দলে  শূন্যস্থান-

কিংস ইলেভেন পঞ্জাব: পঞ্জাবের হাতে অবশিষ্ট রয়েছে ৫৩.২ কোটি টাকা। তারা মোট ৯ জন ক্রিকেটার দলে নিতে পারবে। সবথেকে বেশি ৫ জন বিদেশি ক্রিকেটার দলে নিতে পারবে কিংস ইলেভেন।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: আরসিবির হাতে রয়েছে ৩৫.৪ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ১১ জন ক্রিকেটারকে। সর্বোচ্চ ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে কোহলিদের সামনে।

রাজস্থান রয়্যালস: আপাতত রাজস্থানের হাতে রয়েছে ৩৭.৮৫ কোটি টাকা। তারা মোট ৯ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে। ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ তাকছে রাজস্থানের।

চেন্নাই সুপার কিংস: সিএসকের হাতে রয়েছে ১৯.৯ কোটি টাকা। তারা নিলামে অংশ নেবে ৬ জন ক্রিকেটারকে দলে নেওয়ার জন্য। মাত্র ১ জন বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে চেন্নাই।

মুম্বই ইন্ডিয়ান্স: মুম্বইয়ের হাতে রয়েছে মাত্র ১৫.৩৫ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ৭ জন ক্রিকেটারকে। সবথেকে বেশি ৪ জন বিদেশি ক্রিকেটারকে নেওয়ার সুযোগ থাকছে মুম্বইয়ের।

আরও পড়ুন: ঘুমের মাঝেই চিরঘুমে আখতার আলি, টেনিস কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া

দিল্লি ক্যাপিটালস: দিল্লির হাতে রয়েছে ১৩.৪ কোটি টাকা। এই টাকাতে ৮ জন ক্রিকেটার কিনতে পারবে ক্যাপিটালস, যাঁদের মধ্যে ৩ জন বিদেশি ক্রিকেটারকে দলে নিতে পারবে তারা।

কলকাতা নাইট রাইডার্স: কেকেআরের হাতে রয়েছে ১০.৭৫ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ৮ জন ক্রিকেটারকে। ২ জনের বেশি বিদেশি ক্রিকেটারকে কিনতে পারবে না কলকাতা।

সানরাইজার্স হায়দরাবাদ: হায়দরাবাদের হাতে রয়েছে মোটে ১০.৭৫ কোটি টাকা। তারা দলে নিতে পারবে ৩ জন ক্রিকেটারকে। মাত্র ১ জন বিদেশি ক্রিকেটারকে দলে নেওয়ার সুযোগ থাকছে তাদের সামনে।

এবারের আইপিএলের নিলাম অনুষ্ঠিত হবে ১৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে দুপুর তিনটে থেকে। ডিসনি+ হটস্টারে আইপিএল ২০২১-এর নিলামের লাইভ স্ট্রিমিং দেখতে পারেন।

আরও পড়ুন: India vs England: ৩১৭ রানে ইংল্যান্ডকে ধূলিসাৎ, সেই চিপকেই মধুর বদলা ভারতের