"I hope the names of the stadiums will be in the names of the players this time," Pathan quipped

‘এ বার আশা করি স্টেডিয়ামের নামগুলোও প্লেয়ারদের নামে হবে’, পাঠানের কটাক্ষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘খেলরত্ন’-এর নাম বদল নিয়ে গোটা ভারত জুড়ে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারের নাম বদলে মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার নামকরণ করেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এই নিয়েই তাঁকে তীব্র কটাক্ষ করলেন ভারতের প্রাক্তন অল রাউন্ডার ইরফান পাঠান।

ইরফান পাঠান একটি টুইট করেছেন। সেখানে তিনি ব্যাঙ্গের সুরে লিখেছেন, ‘এই পরিবর্তনকে মুক্তকন্ঠে স্বাগত জানাচ্ছি। কোনও পুরস্কারের আগে কোনও পুরুষ বা মহিলা ক্রীড়াবিদের নাম যোগ হওয়াটা সেই ক্রীড়াবিদকে স্বীকৃতি দেওয়া। তাঁকে সম্মানিত করা। আশা করি খেলাধূলায় আরও অনেক কিছুই শুরু হবে (…) আশা করি ভবিষ্যতে স্পোর্টস স্টেডিয়ামগুলোর নামও ক্রীড়াবিদদের নামেই হবে।’

আরও পড়ুন : সোশ্যাল মিডিয়া ‘বেলাগাম ঘোড়া’, বিজেপির আইটি সেলকে রাশ টানার নির্দেশ দিলেন Yogi

2020 সালের ফেব্রুয়ারি মাসে আমেদাবাদের সর্দার প্যাটেল স্টেডিয়াম, যা পৃথিবীর বৃহত্তম, তার নাম পরিবর্তন করে নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়াম করা হয় ৷ কারণ এক সময় গুজরাত ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন তিনি ৷ 2019 সালের সেপ্টেম্বরে দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামের নাম পরিবর্তন করে দেশের প্রাক্তন অর্থমন্ত্রী অরুণ জেটলির নামানুসারে করা হয় অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম ৷ অরুণ জেটলিও 14 বছর দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ছিলেন ৷

অথচ রাজীব গান্ধীর নাম মোদীর যত আপত্তি। রাজীব গান্ধী কোনও সাধারণ লোক ছিলেন না। তিনি ছিলেন দেশের প্রধানমন্ত্রী। তাছাড়া এদেশের উন্নয়নে তাঁর একটা বড় অবদান রয়েছে। তিনি দেশকে দ্রুত আধুনিকতার দিকে নিয়ে গিয়েছিলেন। একথা অস্বীকারের কোনও উপায় নেই। নিজের অক্ষমতা ঢাকতে গিয়ে অন্যকে খাটো করার চেষ্টা বহু পুরাতন। তাতে আসলে নিজেকেই ছোট করা হয়। খেলরত্ন থেকে রাজিবগান্ধী নাম বাদ দেওয়া প্রসঙ্গে এমনটাই বলছেন দেশের সাধারণ জনগণ।

আরও পড়ুন : Khel Ratna Rename : মোদি ও জেটলি স্টেডিয়ামের নামও পরিবর্তন হোক, এবার দাবি টুইটারে

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest