ICC announces T20 World Cup 2022 fixtures, India will starts campaign against Pakistan on 23rd october

T20 World Cup 2022: সূচি ঘোষণা আইসিসির, প্রথম ম্যাচে ফের পাকিস্তানের মুখোমুখি ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

আইসিসি এই বছরে অস্ট্রেলিয়াতে আয়োজিত হবে টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ (T20 World Cup 2022)৷ টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের ফিক্সচার (T20 World Cup 2022 Fixture) প্রকাশিত হয়ে গেছে৷ ক্রিকেট দুনিয়াক প্রেমিকদের যে ম্যাচে সকলের নজর থাকেই সেটা হল ভারত বনাম পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ৷  ভারত বনাম পাকিস্তান (Ind vs Pak) এই ম্যাচ খেলা হবে ২৩ অক্টোবর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷

ঘোষিত সূচি অনুযায়ী, ১৬ অক্টোবর থেকে টুর্নামেন্টের (T20WC 2022) প্রথম রাউন্ডের খেলা শুরু হবে৷ এই পর্বে আটটি দল সুপার ১২ স্টেজে জায়গা করে নেওয়ার জন্য লড়াই করবে৷ ১৩ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল হবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে৷

সুপার ১২-তে দু’টি গ্রুপ থাকছে৷ প্রথম গ্রুপে আয়োজক দেশ অস্ট্রেলিয়ার সঙ্গে থাকছে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং আফগানিস্তান৷ যোগ্যতা অর্জন পর্বের গ্রুপ এ-এর চ্যাম্পিয়ন এবং গ্রুপ বি-র রানার্স দু’টি দল এই এই চার দেশের সঙ্গে যোগ দেবে৷

সুপার বারোর দ্বিতীয় গ্রুপে ভারতের সঙ্গে থাকবে পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা এবং বাংলাদেশ৷ এ ছাডাও যোগ্যতা অর্জন পর্ব থেকে গ্রুপ বি-র চ্যাম্পিয়ন এবং গ্রুপ-এ থেকে রানার্স দল এই গ্রুপে আসবে৷

আরও পড়ুন: India vs South Africa: অধরা সিরিজ জয়, শেষ টেস্টে ৭ উইকেটে হেরে ১-২ ফলে পরাজয় ভারতের

যোগ্যতা অর্জন পর্বে খেলেই সুপার ১২-তে জায়গা করে নিতে হবে শ্রীলঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজকেও৷

সূচি অনুযায়ী, ২৩ অক্টোবর পাকিস্তানের মুখোমুখি হবে ভারত৷ ২৭ অক্টোবর বিরাট কোহলিদের প্রতিপক্ষ গ্রুপ এ-র রানার্স দল৷ ৩০ অক্টোবর দক্ষিণ আফ্রিকা, ২ নভেম্বর বাংলাদেশ এবং ৬ নভেম্বর গ্রুপ বি-র চ্যাম্পিয়ন দলের মুখোমুখি হবে ভারত৷

সবমিলিয়ে মোট ১৬টি দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে৷ সবমিলিয়ে ৪৫টি ম্যাচ খেলা হবে৷ অ্যাডিলেড, ব্রিসবেন, গিলং, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে খেলা হবে৷ টুর্নামেন্টের সেমিফাইনাল হবে ৯ এবং ১০ নভেম্বর৷

আরও পড়ুন: আইসিসির বর্ষসেরা টেস্ট দলে ৩ ভারতীয়, ওয়ানডেতে নেই কেউ, টি-২০-র নেতৃত্বে বাবর

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest