শুরু হচ্ছে ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব, ICC চালু করল ১৩ দলের সুপার লিগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

করোনা আবহে মার্চ মাস থেকে বন্ধ ছিল ক্রিকেট। কয়েক দিন আগে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজ দিয়ে তা ফের শুরু হয়েছে। এবার শুরু হতে চলেছে সুপার লিগ। ২০২৩ সালের বিশ্বকাপের যোগ্যতা অর্জনের জন্য চলবে এই লিগ। এখান থেকে সেরা আট দল সরাসরি যোগ্যতা অর্জন করবে ২০২৩ সালে ভারতে হতে চলা একদিনের বিশ্বকাপের জন্য।

সোমবারই এক বিবৃতি দিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের সূচনা করল। ৩০ জুলাই থেকেই সুপার লিগ শুরু হতে চলেছে ইংল্যান্ডের সাউদাম্পটনে। প্রথম ম্যাচ ইংল্যান্ডের মুখোমুখি হবে আয়ারল্যান্ড। ইংল্যান্ড-আয়ারল্যান্ড ওডিআই সিরিজ দিয়েই শুরু হতে চলেছে বিশ্বকাপ সুপার লিগ।

ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া ২০২৩ বিশ্বকাপে ১০টি দল অংশ নেবে। আয়োজক দেশ হিসেবে সরাসরি বিশ্বকাপ খেলবে টিম ইন্ডিয়া। ৭টি দল বেছে নেওয়া হবে সুপার লিগ থেকে। অর্থাৎ, সুপার লিগের পয়েন্ট টেবিলের প্রথম ৭টি দল সরাসরি বিশ্বকাপের ছাড়পত্র পাবে। সেই ৭টি দলের মধ্যে ভারত থাকলে আট নম্বর দল বিশ্বকাপের টিকিট পাবে, যেহেতু ভারতকে যোগ্যতা অর্জন করতে হবে না। বাকি ২টি জায়গার জন্য সুপার লিগের শেষে থাকা দলগুলি কোয়ালিফায়ার টুর্নামেন্টে মুখোমুখি হবে সহযোগী দেশগুলির।

আরও পড়ুন: ‘আইসিসি প্রধান হওয়ার আদর্শ ব্যক্তি সৌরভই’, এবার বললেন সাঙ্গাকারা

আইসিসির ওয়ান ডে স্ট্যাটাস পাওয়া ১২টি দলের সঙ্গে থাকবে নেদারল্যান্ডস। অর্থাৎ, মোট ১৩টি দল খেলবে সুপার লিগে। তিন বছরের সময় সীমায় ১৩টি দল ঘরে-বাইরে ৪টি করে মোট ৮টি ওয়ান ডে সিরিজ খেলবে। প্রতিটি সিরিজ হবে ৩ ম্যাচের। যার অর্থ, সুপার লিগে প্রতিটা দল ২৪টি করে ম্যাচ খেলবে।

প্রতিটা ম্যাচ জয়ের জন্য ১০ পয়েন্ট নির্ধারিত হয়েছে। ম্যাচ টাই হলে বা পরিত্যক্ত হলে অথবা মাথপথেই বন্ধ হয়ে গেলে উভয় দলকে ৫ পয়েন্ট করে দেওয়া হবে। ম্যাচ হারলে কোনও পয়েন্ট নেই।

আরও পড়ুন: ভালো লাগছে না পর্ন দুনিয়া, ফের রেসিং ট্র্যাকে ফিরলেন সুপারকার ড্রাইভার রেনে গ্রেসি

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest