রুখাসুখা পাহাড়ের কোলে ঝকঝকে সবুজ মাঠ, বালুচিস্তানের এই স্টেডিয়াম দেখে মুগ্ধ ক্রিকেট বিশ্ব

পাকিস্তান ক্রিকেট বোর্ডের বালুচিস্তানের গদর শহরে তৈরি নতুন ক্রিকেট মাঠ এখন সবার আলোচনায়।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

রুক্ষ পাহাড়ের মাঝে সবুজে ঘেরা এক টুকরো স্বর্গ যেন। আর মাঠে নেমে পড়লে মনে হবে, মখমল পাতা রয়েছে পায়ের তলায়। এক দিকে খাড়াই পাহাড়। অন্য দিকে কালচে পিচ রাস্তা। তার মাঝে সবুজদ্বীপ মন কেড়ে নেবে যে কারওরই। না হলে কি আর আগ্রহী আইসিসি (ICC) টুইট করে ফটোগ্রাফার ফকর আলমকে বলে, ‘আমাদের আরও তথ্য দিন!’

সারা বিশ্বের যেসব মাঠে আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেট খেলা হয়, তাদের মধ্যে নয়নাভিরাম দৃশ্য দেখা যায় নিউজিল্যান্ডের মাউন্ট ম্যাঙ্গানুই,ভারতের ধর্মশালা, শ্রীলঙ্কার গল,ওয়েস্ট ইন্ডিজের অ্যান্টিগা,দক্ষিন আফ্রিকার সেন্ট পিটার্সবার্গের মতন স্টেডিয়ামগুলি। এবার এই তালিকায় যোগ হতে পারে আরও একটি নতুন নাম। বলা ভাল এই স্টেডিয়ামে এখন পর্যন্ত কোন আন্তর্জাতিক ম্যাচ না হলেও স্টেডিয়ামকে ঘিরে থাকা সৌন্দর্যে মন মজেছে ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির। নতুন এই ক্রীড়াঙ্গনটি রয়েছে ভারতের পড়শি দেশ পাকিস্তানে।

আরও পড়ুন: ফিটনেস-ই মন্ত্র, হোটেলের বন্ধ ঘরেই কঠোর অনুশীলন বিরাট কোহলির

পাকিস্তান নিবাসী ফকর পেশায় পাইলট। করাচি থেকে বিমান উড়িয়ে বালুচিস্তানের গদর শহরের উপর দিয়ে যাওয়ার সময় স্টেডিয়ামটা চোখে পড়েছিল তার‌ । আর যা দেখে অবাক হয়ে গিয়েছিলেন তিনি। গদর বিমানবন্দরে নেমেই চলে এসেছিলেন স্টেডিয়ামে। ফকর চারটে ছবি টুইট করে লেখেন ‘ করাচি ফিরে এসেছি। কিন্তু এখনও মন পড়ে আছে গদর ক্রিকেট স্টেডিয়ামেই। কী আশ্চর্য শহর ! ফের ওখানে ফিরে যেতে চাই।’

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকের রাজ্য বালুচিস্তান। এক দিকে আরবসাগর ছুঁয়ে গিয়েছে যেমন, অন্য দিকে পাহাড়ি রুক্ষতা। দুই যেন আরও রূপসী করে তুলেছে বালুচিস্তানকে। গদর শহর তার সিংহভাগই নিয়ে নিয়েছে। ক্রিকেট স্টেডিয়ামটা ওখানেই তৈরি হয়েছে গত বছর। তবে এখনও কাজ শেষ হয়নি পুরোপুরি। স্টেডিয়ামের গ্যালারি বানানোর কাজ শুরু হয়েছে। দ্রুত তা শেষ করা হবে বলে জানাচ্ছেন স্থানীয় লোকজন। গদর শহরবাসীই চাইছেন, আইসিসি যেন এই স্টেডিয়ামে দ্রুত আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচও দেয়। পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছেও আবেদন করা হচ্ছে, যাতে পিএসএলের একটা অন্তত ম্যাচ ওখানে দেওয়া হয়।

আরও পড়ুন: OMG! খেলা চলাকালীন মাঠেই প্যান্ট খুলে ফেললেন অজি তারকা, ভিডিও ভাইরাল

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest