In hockey, Indian girls defeated South Africa 4-3

চাক দে ইন্ডিয়া ! বন্দনার হ্যাটট্রিক ! হকিতে দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ভারতের মেয়েরা

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

চাক দে ইন্ডিয়ার স্মৃতি ফিরল। মহিলা হকিতে রুদ্ধশ্বাস জয় ছিনিয়ে নিল ভারতীয় মহিলা হকি দল।গ্রুপ লিগের খেলায় দুরন্ত পারফরম্যান্স দেখাল ভারতের মহিলা হকি দল। দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারিয়ে পদকের দৌড়ে আরও খানিক এগিয়ে গেল তারা।

অলিম্পিকের হকিতে পুরুষদের সঙ্গে সমান তালে লড়ছেন ভারতের মহিলা দলও ৷ মনপ্রীতরা ইতিমধ্যেই কোয়ার্টার ফাইনালে প্রবেশ করেছেন ৷ এবার ভারতের মহিলা হকি দলও কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ৷ শনিবার তারা দক্ষিণ আফ্রিকাকে ৪-৩ গোলে হারাল ৷

এদিন ভারতের হয়ে হ্যাটট্রিক করেন বন্দনা কাটারিয়া ৷ অলিম্পিকের ইতিহাসে এই প্রথমবার ভারতের মহিলা হকি দলের কোনও খেলোয়াড় হ্যাটট্রিক করলেন ৷ এই জয়ের সঙ্গে সঙ্গেই ভারতের শেষ আটে ওঠার সম্ভাবনা আরও উজ্জ্বল হল ৷ কারণ এবার যদি গ্রেট ব্রিটেনের বিরুদ্ধে আয়ারল্যান্ড হারে তাহলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছে যাবে ভারতের মহিলা হকি দল ৷ তবে আয়ারল্যান্ড ওই ম্যাচে জিতলে ভারতের আর কোনও আশা থাকবে না ৷

আরও পড়ুন : বারুইপুরে ওয়েব সিরিজের শ্যুটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু যুবকের

হকিতে ভারতীয় মহিলা দলের সাফল্য গর্বিত করেছে দেশকে। গ্রুপ স্টেজে আয়ারল্যান্ডকে উড়িয়ে ১-০ ব্যবধানে জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। তখনই মহিলা টিমের দুরন্ত পারফরম্যান্স দেখে পদক জয়ের আশা আরও জোরালো হয়েছিল। যদিও আগে গ্রুপ স্টেজে প্রথম তিনটি ম্যাচে পরাজয়ের মুখ দেখতে হয় রানি রামপাল নেতৃত্বাধীন ভারতীয় হকি দলকে। পুল-এ’র প্রথম তিন ম্যাচে যথাক্রমে নেদারল্যান্ডস, জার্মানি ও গ্রেট ব্রিটেনের কাছে হারতে হয় ভারতের মহিলা হকি টিমকে। কিন্তু চতুর্থ ম্যাচ থেকেই ঘুরে দাঁড়ায় রানি রামপালরা।

আরও পড়ুন : স্পার্ম কাউন্ট কম হলে বুঝবেন কীভাবে? জানুন শুক্রাণু সংখ্যা বৃদ্ধির উপায়গুলি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest