In the end, the United States overtook China at number one, how many numbers did India finish?

Tokyo Olympic: শেষবেলায় চিনকে টপকে এক নম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র, কত নম্বরে শেষ করল ভারত?

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মার্কিন যুক্তরাষ্ট্র বনাম চিন, সারা বিশ্বে সুপার পাওয়ারের লড়াইয়ে বর্তমানে এই দুই শক্তি সর্বদাই মুখোমুখি হয়। কোন দেশ কত বেশি শক্তিশালী তা দেখা দুই দেশে বিশ্বের সামনে নিজেদের মতো করেই প্রমাণ দেয়। অলিম্পিক্সের আসর বসলেও সেখানে এই দুই দেশ নিজেদের শক্তি প্রদর্শন করে। অলিম্পিক্সের পদক জয়ের লড়াইয়েও এই দুই দেশের প্রতিদ্বন্দ্বীতা দেখতে পায় গোটা বিশ্ব।

শনিবার পর্যন্ত এগিয়েছিল চিন। কিন্তু রবিবার সকাল হতেই এক নম্বর জায়গাটা ছিনিয়ে নিয়েছিল আমেরিকা। শনিবার পর্যন্ত পদকের লড়াইয়ে ৩৮টি স্বর্ণ পদক নিয়ে এগিয়ে ছিল চিনই। যুক্তরাষ্ট্র ঠিক তাদের পিছনে। তারা জিতেছে ৩৬টি স্বর্ণ। শনিবার পর্যন্ত মোট পদক জয়ে যুক্তরাষ্ট্রের ১০৮টি পদক ছিল। চিন জিতেছিল ৮৭টি পদক।

তবে রবিবার পাল্টে যায় সকল ছবিটা। চিনকে টোপকে যায় আমেরিকা। শেষ পর্যন্ত ৩৯টি সোনা, ৪১টি রুপো ও ৩৩টি ব্রোঞ্জ জিতে মোট ১১৩টি পদক জিতে তালিকার শীর্ষস্থান দখল করে মার্কিন যুক্তরাষ্ট্র। দুই নম্বরে পিছলে যায় চিন। তাদের মোট পদক তালিকা ৮৮টি। যার মধ্যে রয়েছে ৩৮টি সোনা, ৩২টি রুপো ও ১৮টি ব্রোঞ্জ। তিন নম্বর জায়গাটা দখল করেছে আয়োজক দেশ জাপান। মোট ৫৮টি পদক জিতেছে জাপান। ২৭টি সোনার সঙ্গে ৩২টি রুপো ও ১৭টি ব্রোঞ্জ জিতেছে জাপান। চার নম্বরে রয়েছে গ্রেট ব্রিটেন। ২২টি সোনা, ২১টি রুপো ও ২২টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৬৫টি পদক জিতেছে গ্রেট ব্রিটেন। ভারত ৪৮ নম্বরে উঠে এসেছে। অলিম্পিক্সের ইতিহাসে সর্বাধিক ৭টি পদক জিতেছে ইন্ডিয়া। ৪১ বছর পরে ফের হকিতে পদক জেতার পাশাপাশি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ট্র্যাক অ্যান্ড ফিল্ডে ব্যক্তিগত ইভেন্টে সোনা জিতল ভারত। তবে মোট পদক জয়ের দিক থেকে দেখতে গেলে ভারত রয়েছে ৩৩ নম্বরে।

আরও পড়ুন: ‘এ বার আশা করি স্টেডিয়ামের নামগুলোও প্লেয়ারদের নামে হবে’, পাঠানের কটাক্ষ

১৯০০ সালে ব্রিটিশ শাসিত ভারত প্রথমবার অলিম্পিকের (Olympics) মঞ্চ থেকে এসেছিল সোনা। ব্রিটিশ অ্যাথলিট তথা অভিনেতা নর্ম্যান প্রিচার্ডের জন্ম হয়েছিল কলকাতায়। ভারতের হয়ে সেবার তিনিই প্রতিনিধিত্ব করে দুটি আলাদা ইভেন্টে জোড়া রুপো এনেছিলেন। তারপর থেকে এখনও পর্যন্ত মোট ৩৫টি পদক (নর্ম্যান প্রিচার্ডের পদক-সহ) পেয়েছে ভারত। সোনা এসেছে মোট ১০টি। যার মধ্যে আটটিই হকিতে। বাকি দু’টির প্রথমটি ২০০৮ বেজিং অলিম্পিকে জেতেন অভিনব বিন্দ্রা। আর সর্বশেষ সোনাটি আসে নীরজ চোপড়ার হাত ধরে। এছাড়া ভারতের ঝুলিতে রয়েছে ৯টি রুপো এবং ১৬টি ব্রোঞ্জ।

চলুন একনজরে দেখে নেওয়া যাক কোন কোন তারকার হাত ধরে দেশে এসেছে পদক।

১. নর্ম্যান প্রিচার্ড- রুপো – পুরুষ ২০০ মিটার এবং রুপো- পুরুষ ২০০ মিটার হার্ডলস – ১৯০০ প্যারিস অলিম্পিক
২. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯২৮ আমস্টার্ডাম অলিম্পিক
৩. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৩২ লস অ্যাঞ্জেলস অলিম্পিক
৪. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৩৬ বার্লিন অলিম্পিক
৫. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৪৮ লন্ডন অলিম্পিক
৬. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৭. কেডি যাদব – ব্রোঞ্জ – পুরুষ ব্যান্টামওয়েট কুস্তি – ১৯৫২ হেলসিঙ্কি অলিম্পিক
৮. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৫৬ মেলবোর্ন অলিম্পিক
৯. ভারতীয় পুরুষ হকি দল– রুপো – ১৯৬০ রোম অলিম্পিক
১০. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৬৪ টোকিও অলিম্পিক
১১. ভারতীয় পুরুষ হকি দল– ব্রোঞ্জ – ১৯৬৮ মেক্সিকো সিটি অলিম্পিক
১২. ভারতীয় পুরুষ হকি দল– ব্রোঞ্জ – ১৯৭২ মিউনিখ অলিম্পিক
১৩. ভারতীয় পুরুষ হকি দল– সোনা – ১৯৮০ মস্কো অলিম্পিক
১৪. লিয়েন্ডার পেজ– ব্রোঞ্জ– পুরুষ টেনিস সিঙ্গলস – ১৯৯৬ আটলান্টা অলিম্পিক
১৫. কর্ণম মালেশ্বরী– ব্রোঞ্জ– মহিলা ৫৪ কেজি ভারোত্তোলন- ২০০০ সিডনি অলিম্পিক
১৬. রাজ্যবর্ধন সিং রাঠোর– রুপো– পুরুষ ডাবল ট্র্যাপ শুটিং – ২০০৪ এথেন্স অলিম্পিক
১৭. অভিনব বিন্দ্রা – সোনা – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৮. বিজেন্দর সিং– ব্রোঞ্জ – মিডলওয়েট বক্সিং – ২০০৮ বেজিং অলিম্পিক
১৯. সুশীল কুমার– ব্রোঞ্জ – পুরুষ ৬৬ কেজি কুস্তি -২০০৮ বেজিং অলিম্পিক
২০. গগন নারাং – ব্রোঞ্জ – পুরুষ ১০ মিটার এয়ার রাইফেল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২১. সুশীল কুমার – রুপো – পুরুষ ৬৬ কেজি কুস্তি – ২০১২ লন্ডন অলিম্পিক
২২. বিজয় কুমার – রুপো – পুরুষ ২৫ মিটার র‍্যাপিড পিস্তল শুটিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৩. মেরি কম – ব্রোঞ্জ – মহিলা ফ্লাইওয়েট বক্সিং – ২০১২ লন্ডন অলিম্পিক
২৪. যোগেশ্বর দত্ত – ব্রোঞ্জ – পুরুষ ৬০ কেজি কুস্তি- ২০১২ লন্ডন অলিম্পিক
২৫. সাইনা নেহওয়াল– ব্রোঞ্জ – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১২ লন্ডন অলিম্পিক
২৬. পিভি সিন্ধু – রুপো – মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস – ২০১৬ রিও অলিম্পিক
২৭. সাক্ষী মালিক – ব্রোঞ্জ – মহিলা ৫৮ কেজি কুস্তি – ২০১৬ রিও অলিম্পিক
২৮. মীরাবাই চানু – রুপো – মহিলা ৪৯ কেজি ভারোত্তোলন- ২০২০ টোকিও অলিম্পিক
২৯. লভলিনা বরগোঁহাই – ব্রোঞ্জ – মহিলা বক্সিং (৬৪-৬৯ কেজি) – ২০২০ টোকিও অলিম্পিক
৩০. পিভি সিন্ধু– ব্রোঞ্জ– মহিলা ব্যাডমিন্টন সিঙ্গলস- ২০২০ টোকিও অলিম্পিক
৩১. রবি কুমার দাহিয়া– রুপো – পুরুষ ৫৭ কেজি ফ্রিস্টাইল কুস্তি – ২০২০ টোকিও অলিম্পিক
৩২. ভারতীয় পুরুষ হকি দল – ব্রোঞ্জ – ২০২০ টোকিও অলিম্পিক
৩৩. বজরং পুনিয়া – ব্রোঞ্জ – পুরুষ ৬৫ কেজি কুস্তি -২০২০ টোকিও অলিম্পিক
৩৪. নীরজ চোপড়া– সোনা – পুরুষ জ্যাভলিন – ২০২০ টোকিও অলিম্পিক
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest