In the Olympics, India vs Pakistan, Nadeem is challenging himself

অলিম্পিকসেও ভারত বনাম পাকিস্তান, নীরজকে চ্যালেঞ্জ জানাচ্ছেন নাদিম

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

এবার অলিম্পিকসেও ভারত-পাকিস্তান দ্বৈরথ ৷ দুর্দান্ত পারফর্ম করে ছেলেদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে উঠেছেন ভারতের নীরজ চোপড়া ৷ নীরজের পারফরম্যান্সে সোনার পদকের স্বপ্ন দেখছে তামাম ভারতবাসী ৷ কিন্তু ফাইনালে এই ভারতীয় জ্যাভলিন থ্রোয়ার ও স্বর্ণপদের মধ্যে বাধা হয়ে দাঁড়াতে পারেন পাকিস্তানের আরশাদ নাদিম ৷ সোনাার লক্ষ্যে অলিম্পিকসেও দেখা যেতে পারে ভারত-পাক যুদ্ধ ৷

খেলার মাঠে ভারত বনাম পাকিস্তান মানেই মানরক্ষার লড়াই ৷ টানটান উত্তেজনা ৷ আসন্ন টি-20 বিশ্বকাপে ভারত-পাক ম্যাচের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছে ৷ বিশ্বকাপের মঞ্চে এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে উত্তেজিত ক্রিকেটপ্রেমীরা ৷ তার আগেই অলিম্পিকসে ছেলেদের জ্যাভলিন থ্রো-র ফাইনালে ভারত-পাক লড়াই দেখবে ক্রীড়াপ্রেমীরা ৷ ফাইনালে নীরজ চোপড়ার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের আরশাদ নাদিম ৷ যোগ্যতা অর্জন পর্বে 85.16 মিটার দূরে বর্শা ছুড়ে ফাইনালে জায়গা করে নেন নাদিম ৷ নীরজ যেমন গ্রুপ এ-র শীর্ষে থেকে ফাইনালে উঠেছেন তেমনই গ্রুপ বি-র শীর্ষে থেকে জ্যভলিন থ্রো-র ফাইনালে জায়গা করে নিয়েছেন নাদিম ৷

আরও পড়ুন :  দুরন্ত খেলেও পদক হাতছাড়া অদিতির, এবার গল্ফে স্বপ্নভঙ্গ ভারতের

খেলার মাঠে প্রতিদ্বন্দ্বী হলেও নীরজকে আদর্শ মনে করেন আরশাদ নাদিম ৷ 2018 সালের জাকার্তা এশিয়ান গেমসে সোনা জিতেছিলেন ভারতের নীরজ চোপড়া ৷ পোডিয়াম ফিনিশ করেছিলেন নাদিমও ৷ তিনি ব্রোঞ্জ জেতেন ৷ পরে এক সাক্ষাৎকারে নাদিম বলেন, “সাফ চ্যাম্পিয়নশিপ এবং এশিয়ান জুনিয়র চ্যাম্পিয়নশিপ সহ নীরজের বিরুদ্ধে আটবার প্রতিদ্বন্দ্বিতা করেছি ৷ ওর সাফল্য আমাকে অনুপ্রাণিত করে ৷ একদিন আমি নীরজের সমকক্ষ হয়ে দেখাব ৷ হয়তো কোনও একদিন ওকে হারিয়ে দিতেও পারি ৷”

2015 সালে ক্রিকেট ছেড়ে জ্যাভলিন থ্রো-কে বেছে নেন আরশাদ নাদিম ৷ 23 বছরের এই জ্যাভলিন থ্রোয়ার নীরজকে হারিয়ে সোনার পদকের স্বপ্ন দেখছেন ৷ এদিকে দুর্দান্ত দেখাচ্ছে নীরজকে ৷ ভারতীয় সেনার জুনিয়র কমিশন্ড অফিসারের চোখমুখে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে দেশকে অলিম্পিকস পদক জেতানোর স্বপ্ন ৷ ভারতের 100 বছরের অলিম্পিকসের যা ইতিহাসে সম্ভব হয়নি ৷

আরও পড়ুন : Tokyo 2020; মোট ১০টি পদক জিতে রেকর্ড অ্যালিসন ফেলিক্স – এর, ছুঁলেন লুইসকে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest