IND vs AUS final: Australia Beat India again, now in Modi stadium

IND vs AUS final: মোদী স্টেডিয়ামে চুরমার রোহিতদের স্বপ্ন, বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতকে ছয় উইকেটে হারিয়ে ষষ্ঠবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া(India Vs Australia-World Cup Final)। ভারতের ২৪০ রান খুব সহজেই তুলে দিয়েছেন হেড ও লাবুশানে।  ৪২ বল আগেই খেলা শেষ করে দিয়েছে অস্ট্রেলিয়া। হেড করলেন ১২০ বলে ১৩৭ রান, যারমধ্যে রয়েছে ১৫টি চার ও চারটি ছক্কা। পাশাপাশি লাবুশানে করলেন ৫৮ রান।

নরেন্দ্র মোদী স্টেডিয়ামের(Narendra Modi Stadium) প্রেস বক্স থেকে পাশের সবরমতী নদী পরিষ্কার দেখতে পাওয়া যায়। আপন গতিতে বয়ে চলেছে এই শান্ত নদী। যেমনভাবে নিজেদের লক্ষ্যে অবিচল থেকে অস্ট্রেলিয়ার ট্রেভিস হেড সেঞ্চুরি করে ম্যাচ বের করে দিলেন। বরং সবরমতীতে ভাসল রোহিতদের কাপ জয়ের স্বপ্ন। যোগ্য দল হিসেবে তারা চ্যাম্পিয়ন হতো। কিন্তু তারা হারল ১৪০ কোটি মানুষের অসীম প্রত্যাশার কাছে। আসল ম্যাচেই স্নায়ু হারালেন সূর্যকুমার যাদব, শুভমন গিল, জাদেজারা।

শুরুতেই শামি, বুমরাদের বলে ওয়ার্নার, মিচেল মার্শ, স্মিথরা ফিরে গিয়ে যে চাপ তৈরি হয়েছিল, সেটি কাটিয়ে দিলেন হেড। তাঁর জন্যই কামিন্সরা মাথা উঁচু করে মাঠ ছাড়লেন। তিনি মার্নাশ লাবুশানকে নিয়ে রাজার মতো খেলে দলকে বিশ্বসেরা করে মাঠ ছাড়লেন। অজিরা প্রমাণ করলেন তাঁরাই সবসময় বড় মঞ্চের দল। মোট নয়বার ফাইনালে খেলে ছয়বার বিশ্ব চ্যাম্পিয়ন। তারা চোকার্স হতে জানে না, সেটাই প্রমাণিত আবারও।

দশে ১০ করে ফাইনালে উঠলেও, আসল ১১ নম্বর ম্যাচটিতেই পা হড়কাল রোহিত বাহিনী। এবারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচে হারল ভারত। আর সেটা ফাইনাল। এর চেয়ে বড় যন্ত্রণা ভারতের কাছে আর কী হতে পারে। ভারত তো এদিন চ্যাম্পিয়ন হওয়ার মতো খেলেওনি। ভারতের গায়ের চোকার্স তকমাটা যেন এবার আরও গভীর হল।

https://www.thenewsnest.com/sports-ind-vs-aus-final-australia-beat-india-again-now-in-modi-stadium/ ‎

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest