Ind vs Eng: Injuries are a big blow in both the camps,

Ind vs Eng: দুই শিবিরেই চোটের বড় ধাক্কা, প্রস্তুতি শুরু করলেও বৃহস্পতিবারে এঁদের খেলায় বড় প্রশ্ন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) মধ্যে দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হবে বৃহস্পতিবার৷ খেলা হবে লর্ডসের মাঠে৷ প্রথম টেস্টে শেষদিন বৃষ্টি হওয়ায় ম্যাচ অমীমাংসিতভাবে শেষ হয়৷ তাই দ্বিতীয় টেস্টে জয় পেয়ে পাঁচ টেস্ট সিরিজে খাতা খুলতে চাইছে ভারত ও ইংল্যান্ড দুই পক্ষই৷ এর আগে দুই পক্ষের কাছেই এল খারাপ খবর৷ এটা বড় ঝটকা৷ ভারতীয় দলের অলরাউন্ডার শার্দুল ঠাকুর (Shardul Thakur) এবং ইংল্যান্ডের তারকা বোলার স্টুয়ার্ট ব্রড (stuart broad) চোট পেয়েছেন৷

ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে খবর  ব্রড এই ঘটনার পর নিজের ডান পায়ে কোনও চাপ দিতে পারছেন না৷ তাঁর শিনবোনে সম্ভবত টানের সমস্যা হয়েছে৷  লর্ডস টেস্ট ব্রডের কেরিয়ারের ১৫০ তম ম্যাচ৷ কিন্তু পরিস্থিতি যা তাতে মনে হচ্ছে না বৃহস্পতিবারের ম্যাচে তাঁর খেলার সম্ভবনা রয়েছে৷ সেক্ষেত্রে ব্রডের জায়গায় মার্ক উডকে প্রথম একাদশে জায়গা দেওয়া হবে৷

শার্দুল ঠাকুরের হ্যামস্ট্রিংয়ের সমস্যা -র সঙ্গে লড়াই করতে হচ্ছে৷  সেখানেই ব্রড শিন বোন মুড়ে গেছে৷ বুধবার তাঁর স্ক্যান হবে৷ তারপরেই তাঁর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷ শার্দুলের চোট পাওয়া এবং মায়াঙ্কের চোট সারিয়ে ওঠা, দু’টিই সঠিক কম্বিনেশন নির্ধারণের ক্ষেত্রে সমস্যার হয়ে দেখা দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্টের সামনে।

আরও পড়ুন: দেশে ফিরলেন সোনার ছেলে নীরজ চোপড়া, বিমানবন্দরেই উৎসবের আমেজ

শার্দুল ঠাকুর হ্যামস্ট্রিংয়ের সমস্যায় ভুগছেন। ফলে লর্ডস টেস্টে তাঁর মাঠে নামা অনিশ্চিত। ম্যাচের দিনগুলিতে লন্ডনের আবহাওয়া উষ্ণ থাকতে পারে। ফলে শার্দুল না খেলতে পারলে অশ্বিনের দলে ঢোকার সম্ভাবনা প্রবল। অন্যদিকে, ইশান্ত শর্মার মাঠে নামার সম্ভাবনাও উঁকি দিচ্ছে লর্ডসে। সেক্ষেত্রে মহম্মদ সিরাজকেও বসতে হতে পারে রিজার্ভ বেঞ্চে।

আশার কথা হল এই যে, মায়াঙ্ক আগরওয়াল চোট সারিয়ে অনুশীলনে ফিরেছেন। প্রথম টেস্টের আগে অনুশীলনে মাথায় চোট পাওয়ায় মাঠে নামা হয়নি তাঁর। মায়াঙ্ক ফিট হয়ে উঠলেও ব্যাটিং অর্ডারে রদবদল করা কঠিন হবে ভারতের পক্ষে। কেননা রোহিতের সঙ্গে ওপেন করতে নেমে লোকেশ রাহুল নজর কেড়েছেন। ফলে দ্বিতীয় টেস্টে তাঁর ওপেন করতে নামা কার্যত পাকা।

মিডল অর্ডারেও এই মুহূর্তে ট্র্যাফিক জ্যাম। ফলে ফিট হয়ে নেটে ফিরলেও লর্ডসের প্রথম একাদশে মায়াঙ্ককে জায়গা করে দেওয়া কঠিন হবে টিম ম্যানেজমেন্টের পক্ষে। এদিকে The Guardian এ প্রকাশিত খবর অনুযায়ি শার্দুলের জায়গায় দ্বিতীয় টেস্টে তাঁর জায়গায় ইশান্তকে খেলানো হতে পারে৷ শার্দুল ছিটকে যাওয়াটা দলের জন্য বড় ধাক্কা৷ বিরাট কোহলি আগেই জানিয়ে দিয়েছে ভারত চারজন জোরে বোলারের সঙ্গে খেলবেন৷

আরও পড়ুন: Lionel Messi: এ বার জার্সি নম্বর ৩০, PSG-র জার্সি পরেই বল নিয়ে মাঠে নেমে পড়লেন মেসি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest