IND vs NZ 1st T20: India beats New Zealand by five wickets in last-over

INDvsNZ: নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে সূচনা হল দ্রাবিড়-রোহিত যুগ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র ১৭ দিনে ছবিটা বদলে গেল! গত ৩১ অক্টোবর নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিরাট কোহলি ও রবি শাস্ত্রীর একাধিক ভুলের খেসারত দিয়েছিল ভারত। ৭ উইকেটে ১১০ রানে আটকে গিয়ে ৮ উইকেটে ম্যাচ হেরেছিল তারকাখচিত দল। কেন উইলিয়ামসনদের কাছে সেই ম্যাচ হারের জন্য টি-টিয়েন্টি বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছিল কোহলির ভারতকে।

ঘরে ফিরতেই ভারত আবার ‘বাঘ’। টি-টোয়েন্টি বিশ্বকাপের রানার্স দলকে ঘরের মাঠে পেয়েও অবশ্য অনায়াসে জয় আসেনি। বরং সহজ ম্যাচ কঠিন ভাবে পাঁচ উইকেটে জিতল টিম ইন্ডিয়া। ফলে জয় দিয়েই রাজপাঠ শুরু করলেন রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়।

বুধবার জয়পুরের সোওয়াই মান সিং স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে নিউজিল্যান্ড। একটা সময় ১১০ রানে মাত্র ২ উইকেট ছিল তাঁদের। সেখান থেকে স্লগ ওভারে ভাল বল করেন ভারতীয় বোলাররা। নিউজিল্যান্ড আটকে যায় ১৬৪ রানে। কিউয়িদের হয়ে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন গাপ্তিল। চ্যাপম্যান করেন ৬৩ রান।

ভারতের এই জয়ের নেপথ্যের কারিগর হয়ে উঠল টিম ইন্ডিয়ার (Team India) টপ অর্ডার। রোহিত-রাহুল এবং সূর্যকুমার যাদব। মূলত সূর্যর ঝোড়ো অর্ধশতরানে ভর করেই জয়ের লক্ষ্যে পৌঁছে গেল ভারতীয় দল। মাত্র  ৪০ বলে ৬২ রানের ইনিংস খেললেন সূর্য। তার আগে অধিনায়ক রোহিতও অবশ্য ৩৬ বলে ৪৮ রানের উল্লেখযোগ্য ইনিংস খেলেছেন। তাঁর সঙ্গে জুটি বেঁধে শুরুটা ভাল করেন লোকেশ রাহুলও। টপ অর্ডারের দুর্দান্ত পারফরম্যান্সের পরও শেষদিকে ম্যাচ কঠিন করে ফেলেন  ঋষভ পন্থরা। যদিও শেষ পর্যন্ত ২ বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় ভারত।

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest