Site icon The News Nest

রোহিত-রাহুলের বিধ্বংসী ব্যাটিং, আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালের আশা জিইয়ে রাখলেন কোহলিরা

India beat Afghanistan by 66 runs in T20 World Cup 2021

টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম জয়| আবুধাবিতে বিরাট জয় পেল কোহলির টিম ইন্ডিয়া| বিধ্বংসী ব্যাটিং পারফরম্যান্সে আফগানিস্তানকে উড়িয়ে, বিশ্বকাপের মঞ্চে প্রথম জয় ছিনিয়ে নিল ভারত| রশিদ খানদের ৬৬ রানে হারাল ভারত|

ম্যাচ জিতলেও, টস হেরে গিয়েছিলেন কোহলি। প্রথমে ব্যাট করতে বাধ্য হয় ভারত। তবে অন্য দিনের মতো টস হারা মানে ম্যাচ হারা রেকর্ড বুধবার বাজেনি। রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের দাপুটে ব্যাটিং ভারতকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। শুরু থেকেই মারতে শুরু করেন তাঁরা। রেয়াত করেননি রশিদ খানকেও। পাওয়ার প্লে-তে ৫৩ রান করে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেরা ওপেনিং জুটির রেকর্ড গড়েন রোহিত-রাহুল। ১৪.৪ ওভারে রোহিত ও রাহুল ১৪০ রান তোলেন। দুই ওপেনারই অর্ধশতরান করেন। ৪৭ বলে ৭৪ রান করে আউট হন রোহিত। রাহুল করেন ৪৮ বলে ৬৯ রান।

তাঁরা ফিরে গেলেও ভারতের রানের গতি কমতে দেননি ঋষভ পন্থ এবং হার্দিক পান্ডিয়া। রশিদের চার ওভারে ৩৬ রান নেয় ভারত। সব থেকে বেশি মার খেয়েছেন নবীন উল হক। তাঁর চার ওভারে ওঠে ৫৯ রান। পন্থ এবং হার্দিক দু’জনেই ১৩টি করে বল খেলেছেন। পন্থ করেন ২৭ রান, হার্দিক করেন ৩৫ রান।

ব্যাট করতে নেমে শুরুতেই আফগানিস্তানকে ধাক্কা দেন মহম্মদ শামি। মহম্মদ শাহজাদকে শূন্য রানে ফিরিয়ে দেন তিনি। অন্য ওপেনার হজরতউল্লাহ জাজাইকে ফেরান যশপ্রীত বুমরা। ১৩ রানে দুই উইকেট হারায় আফগানিস্তান। রান করলেও একের পর এক উইকেট হারাতে থাকে তারা।

২০ ওভারে ১৪৪ রান তোলে আফগানিস্তান। ৬৬ রানে ভারতের কাছে হারতে হল তাদের। ভারতীয় বোলাররা যদিও ১০ উইকেট নিতে পারলেন না। ৭ উইকেট হারায় আফগানিস্তান। তাদের হয়ে সব চেয়ে বেশি রান করেন করিম জনাত। ২২ বলে ৪২ রান করেন তিনি। ভারতের হয়ে সব চেয়ে বেশি উইকেট নেন মহম্মদ শামি। তিন উইকেট নিলেও ৩২ রান দিয়েছেন ভারতীয় পেসার। অশ্বিন নিয়েছেন দুটো উইকেট।

আফগানিস্তানকে হারালেও নিজেদের হাতে কিছু নেই। শেষ দু’টি ম্যাচ জিততেই হবে। সেটা হলেও ভারতের পক্ষে শেষ চারে যাওয়া সম্ভব হবে না যদি নিউজিল্যান্ডও বাকি দু’টি ম্যাচ জেতে। ভারত শেষ দু’টি ম্যাচ জিতলে এবং নিউজিল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে গেলে তিন দলেরই ছয় পয়েন্ট করে হবে। তখন নেট রানরেট বিচার্য হবে। নেট রানরেটে ভারত পিছিয়ে। ভারতের নেট রানরেট যেখানে +০.০৭৩, সেখানে আফগানিস্তানের +১.৪৮১ এবং নিউজিল্যান্ডের +০.৮১৬। তাই শেষ চারের আশা জিইয়ে রাখতে ভারতকে শেষ দু’টি ম্যাচে বিশাল ব্যবধানে জিততে হবে। বিরাট কোহলিদের একটাই সুবিধে, গ্রুপের শেষ ম্যাচ যেহেতু তারাই খেলবে, নেট রানেরেট বিচার্য হলে তারা হিসাব করে খেলতে পারবে।

ম্যাচ বাকি: স্কটল্যান্ড (৫ নভেম্বর), নামিবিয়া (৭ নভেম্বর)

Exit mobile version