অভিষেক টেস্টে শতরান, ব্য়াগি গ্রিনদের বিরুদ্ধে অমর 180 রানের ইনিংস ৷ ইডেনের প্রতি রাহুল দ্রাবিড়ের দুর্বলতা সম্পর্কে অবগত ভারতীয় ক্রিকেট ৷ সিনিয়র দলের কোচ হিসেবেও তাই প্রিয় ইডেনে অভিষেকে সুখের স্মৃতি নিয়েই ফিরতে চেয়েছিলেন ‘দ্য় ওয়াল’৷ রবিবাসরীয় ইডেন তাঁকে খালি হাতে ফেরাল না ৷ জাতীয় দলের কোচ হিসেবে তাঁর ছোট্ট অথচ সুন্দর প্রথম অধ্য়ায়টা সম্পন্ন হল প্রিয় ইডেনেই ৷
রাঁচিতেই ২-০-এ সিরিজ পকেটে পুরে ফেলেছিলেন দ্রাবিড়ের ছেলেরা| ইডেনে লক্ষ্য ছিল দুটো| এক হোয়াইট ওয়াশ এবং দুই দল নিয় পরীক্ষা নীরিক্ষা করা| পরীক্ষা নীরিক্ষায় রাহুল দ্রাবিড় কতটা সফল হয়েছে তা হয়ত এখনই বলা সম্ভব নয়, তবে কিউইদের হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণ ভারতের|
ইডেন গার্ডেন্স কখনই খালি হাতে ফেরায়না রোহিত শর্মাকে| এদিনও তা করল না| টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত| পিচে সময় যত এগোবে ততই স্পিনাররা সুবিধা পেতে পারে| এই সম্ভাবনা থেকেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা| এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল লোকেশ রাহুল ও অশ্বিনকে|
ঈশান কিশানকে নিয়ে ওপেন করেন রোহিত শর্মা| শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি| ঈশানও ঝড় তুললে, বেশিক্ষণ দাঁড়াতে পারেননি| ২৯ রানে ফেরেন তিনি| তবে রোহিতকে আটকাতে এদিন নাজেহাল হয় কিউই বোলাররা| ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলে তিনি যখন ফেরেন ভারতের রান ১০৩| তাঁর ইনিংসে রয়েছে ৫ট্ চার ও তিনটি ছয়|
মিডল অর্ডার এদিনও ব্যর্থ| ঋষভ পন্থ ৪ এব সূর্যকুমার যাদব শূন্য করেন| ভেঙ্কটেশ আইয়ার কয়েকটা বড় শট মারলেও ২০ রানেই থামতে হয় তাঁকে| শেষের দিকে দীপক চাহারের ৮ বলে ২১ রানের ঝোড়ো একটা ইনিংসেই ভারতের রান পৌঁছয় ১৮৪ রানে|
ইডেনের পিচে স্পিনাররা বরাবরই সুবিধা পান| তবে অক্ষর প্যাটেল যে তা এমনভাবে কাজে লাগাবে তা কিউই ব্যাটাররা বুঝতেও পারেননি| প্রথম ওভারে এসেই জোড়া উইকে| এরপর অবশ্য আরও একটি উইকেট নেন তিনি| মিচেল, চ্যাপম্যান এবং ফিলিপসদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন প্যাটেলই| জয় প্রায় নিশ্চিত| তবুও মাঠে ছিলেন গাপ্টিল| তাঁকে ৫১ রানে ফিরিয়ে জয় একরকম পাকা করে দেন যুযবেন্দ্র চাহাল| এরপর নিউজিল্যান্ডের হার ছিল সময়ের অপেক্ষা|
Clean sweep complete ?
India skittle New Zealand out for 111 and win the final T20I by 73 runs to take the series 3-0.#INDvNZ | https://t.co/ZzuqcIe2Ih pic.twitter.com/KJMmGe2G1D
— ICC (@ICC) November 21, 2021