India beats New Zealand in 3rd T20I at Eden Gardens to win Series 3-0

রোহিত-দ্রাবিড়ের মহারাজকীয় উত্থান! ৩-০-এ সিরিজ ভারতের, হোয়াইট ওয়াশ নিউজিল্যান্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অভিষেক টেস্টে শতরান, ব্য়াগি গ্রিনদের বিরুদ্ধে অমর 180 রানের ইনিংস ৷ ইডেনের প্রতি রাহুল দ্রাবিড়ের দুর্বলতা সম্পর্কে অবগত ভারতীয় ক্রিকেট ৷ সিনিয়র দলের কোচ হিসেবেও তাই প্রিয় ইডেনে অভিষেকে সুখের স্মৃতি নিয়েই ফিরতে চেয়েছিলেন ‘দ্য় ওয়াল’৷ রবিবাসরীয় ইডেন তাঁকে খালি হাতে ফেরাল না ৷ জাতীয় দলের কোচ হিসেবে তাঁর ছোট্ট অথচ সুন্দর প্রথম অধ্য়ায়টা সম্পন্ন হল প্রিয় ইডেনেই ৷

রাঁচিতেই ২-০-এ সিরিজ পকেটে পুরে ফেলেছিলেন দ্রাবিড়ের ছেলেরা| ইডেনে লক্ষ্য ছিল দুটো| এক হোয়াইট ওয়াশ এবং দুই দল নিয় পরীক্ষা নীরিক্ষা করা| পরীক্ষা নীরিক্ষায় রাহুল দ্রাবিড় কতটা সফল হয়েছে তা হয়ত এখনই বলা সম্ভব নয়, তবে কিউইদের হোয়াইট ওয়াশের লক্ষ্য পূরণ ভারতের|

ইডেন গার্ডেন্স কখনই খালি হাতে ফেরায়না রোহিত শর্মাকে| এদিনও তা করল না| টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত| পিচে সময় যত এগোবে ততই স্পিনাররা সুবিধা পেতে পারে| এই সম্ভাবনা থেকেই প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা| এদিন বিশ্রাম দেওয়া হয়েছিল লোকেশ রাহুল ও অশ্বিনকে|

ঈশান কিশানকে নিয়ে ওপেন করেন রোহিত শর্মা| শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন তিনি| ঈশানও ঝড় তুললে, বেশিক্ষণ দাঁড়াতে পারেননি| ২৯ রানে ফেরেন তিনি| তবে রোহিতকে আটকাতে এদিন নাজেহাল হয় কিউই বোলাররা| ৩১ বলে ৫৬ রানের ইনিংস খেলে তিনি যখন ফেরেন ভারতের রান ১০৩| তাঁর ইনিংসে রয়েছে ৫ট্ চার ও তিনটি ছয়|

মিডল অর্ডার এদিনও ব্যর্থ| ঋষভ পন্থ ৪ এব সূর্যকুমার যাদব শূন্য করেন| ভেঙ্কটেশ আইয়ার কয়েকটা বড় শট মারলেও ২০ রানেই থামতে হয় তাঁকে| শেষের দিকে দীপক চাহারের ৮ বলে ২১ রানের ঝোড়ো একটা ইনিংসেই ভারতের রান পৌঁছয় ১৮৪ রানে|

ইডেনের পিচে স্পিনাররা বরাবরই সুবিধা পান| তবে অক্ষর প্যাটেল যে তা এমনভাবে কাজে লাগাবে তা কিউই ব্যাটাররা বুঝতেও পারেননি| প্রথম ওভারে এসেই জোড়া উইকে| এরপর অবশ্য আরও একটি উইকেট নেন তিনি| মিচেল, চ্যাপম্যান এবং ফিলিপসদের সাজঘরের রাস্তা দেখিয়ে দেন প্যাটেলই| জয় প্রায় নিশ্চিত| তবুও মাঠে ছিলেন গাপ্টিল| তাঁকে ৫১ রানে ফিরিয়ে জয় একরকম পাকা করে দেন যুযবেন্দ্র চাহাল| এরপর নিউজিল্যান্ডের হার ছিল সময়ের অপেক্ষা|

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest