চিরপ্রতিদ্বন্দ্বীর দেশে খেলা, সেপ্টেম্বরেই পাকিস্তানের মুখোমুখি ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

#নয়াদিল্লি: ৫৫ বছর পর পাকিস্তানের মাটিতে ডেভিস কাপ টাই খেলবে ভারত৷ সেপ্টেম্বরে ইসলামাবাদে পাকিস্তান স্পোর্টস কমপ্লেক্সে এশিয়া ও ওসিয়েনিয়া গ্রুপ-ওয়ানে ভারত-পাক টাইয়ের কথা শনিবার নিশ্চিত করে অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন৷এআইটিএ সচিব হিরণময় চট্টোপাধ্যায় জানান,‘ডেভিস কাপ টাই খেলতে আমরা পাকিস্তানে যাব৷ এটা দ্বি-পাক্ষিক সিরিজ নয়, এটা আসলে টেনিসের বিশ্বকাপ৷ সুতরাং এর সঙ্গে আমরা সমঝোতা করতে পারব না৷’

আগামী সেপ্টেম্বরেই ডেভিস কাপের এশিয়া-ওশিয়ানিয়া বিভাগের গ্রুপ পর্বের প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে ভারত। সেখানে পাকিস্তানের বিরুদ্ধেই নামবেন ভারতীয় তারকারা। চিরপ্রতিদ্বন্দ্বীর দেশে এই ম্যাচ আয়োজন ঘিরে বেশ উৎসাহী ভারতের একসময়ের এক নম্বর টেনিস তারকা সোমদেব দেববর্মন। তিনি বলছেন, এটা শান্তির বার্তা পাঠানোর একটা মাধ্যম হয়ে উঠতে পারে।

শেষবার ১২ বছর আগে ডেভিস কাপের আয়োজন করেছিল পাকিস্তান। তারপর নিরাপত্তার জন্য পাকিস্তানের উপর নিষেধাজ্ঞা জারি করে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন। বছর দুই আগেই সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। এবছরের ডেভিস কাপ আয়োজনের জন্যও গ্রিন সিগন্যাল পেয়েছে পাকিস্তান। তারপরই, অল ইন্ডিয়া টেনিস অ্যাসোসিয়েশন ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানোর ব্যপারে উদ্যোগী হয়। ক্রীড়া মন্ত্রকে এ বিষয়ে আবেদনও করা হয়। ক্রীড়ামন্ত্রকের তরফে ছাড়পত্রও মেলে। আপাতত পাকিস্তান সফরের জন্য খেলোয়াড় বাছাই এবং ভিসার জন্য আবেদন করার প্রক্রিয়া চলছে।

ভারত-পাকিস্তান শেষবার ডেভিস কাপ টাই খেলেছিল ২০০৬ সালে৷ মুম্বইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে পাকিস্তানকে ৩-২ হারায় ভারত৷ ডেভিস কাপ টাই-এ এখনও পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি ভারত৷ ছ’বারের সাক্ষাতে প্রতিবারই জিতেছেন ভারত টেনিস দল৷ এবারও দেশের তিন সেরা খেলোয়াড়কে দলে রাখতে চলেছে ভারত৷ ডেভিস কাপ ক্যাপ্টেন মহেশ ভূপতি ও কোচ জিশান আলি সম্ভবত প্রজনেস গুনেশ্বরণ (ব়্যাংকিং ৮৮), রামকুমার রামানাথন (ব়্যাংকিং ১৮৫) এবং সুমিত নাঘাল (২০৭)৷ আর ডাবলসে খেলতে পারে দেশের সেরা ডাবলস জুটি রোহন বোপান্না ও দ্বিবিজ শরণ৷ পাকিস্তানের বিরুদ্ধে জিতলে ওয়ার্ল্ড গ্রুপে খেলার ছাড়পত্র পাবে ভারত৷

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest