India THRASH Netherlands by 56 runs, jump to top of points table

T20 World Cup 2022: নেদারল্যান্ডসকে ৫৬ রানে উড়িয়ে গ্রুপ শীর্ষে ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

The news nest: নেদারল্যান্ডসের বিরুদ্ধে প্রত্যাশিত ছন্দেই দেখা গেল টিম ইন্ডিয়াকে (Team India)। গ্রুপের তথাকথিত সবচেয়ে দুর্বল দলের বিরুদ্ধে হাসতে-হাসতেই জিতলেন রোহিতরা। ৫৬ রানের ব্যবধানে জয় পাওয়ায় লিগ টেবিলের শীর্ষস্থানও দখলে চলে এল ভারতীয় ক্রিকেট দলের।

একমাত্র আইসিসির সহযোগী দেশ হিসেবে টি-২০ বিশ্বকাপের (T20 World Cup 2022) সুপার টুয়েলভে খেলছে নেদারল্যান্ডস। তবে এর থেকে বেশি হয়তো এগোনো সম্ভব হচ্ছে না স্কট এডওয়ার্ডসের দলের। বাংলাদেশের বিরুদ্ধে হারের পর আজ ভারতের বিরুদ্ধে ৫৬ রানে হার। ভারতের দেওয়া ১৭৯ রান তাড়া করতে নেমে ১২৩ রানে আটকে যায় ডাচরা ।

সিডনিতে এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক রোহিত (Rohit Sharma)। তবে ইনিংসের শুরুটা ভাল হয়নি ভারতের। নেদারল্যান্ডসের দুর্বল বোলিং বিভাগের বিরুদ্ধেও রান পেলেন না কে এল রাহুল। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বড় ম্যাচের আগে রাহুলের ফর্ম ভারতের জন্য চিন্তার বিষয় হতে পারে। তবে রাহুল (KL Rahul) দ্রুত আউট হলেও এদিন টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দিয়ে রানে ফিরেছেন অধিনায়ক রোহিত। নিজের সেরা ছন্দে না খেললেও রোহিত এদিন ৩৯ বলে ৫৩ রান করেছেন। অন্যদিকে দুর্দান্ত ফর্ম বজায় রেখেছেন বিরাট কোহলি। ডাচদের বিরুদ্ধে মাত্র ৪৪ বলে ৬২ রানের অনবদ্য ইনিংস খেলেন তিনি।

এদিনের ম্যাচের সেরা ইনিংসটি খেলেন সূর্যকুমার যাদব। স্লো পিচে ২৫ বলে ৫১ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি। ফলে ভারত নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ১৭৯ রান তোলে। ১৮০ রানের বড় লক্ষ্য নিয়ে নামা নেদারল্যান্ডসকে একটিবারের জন্যও স্বস্তিতে থাকতে দেয়নি ভারতীয় বোলাররা। প্রথমে অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিনদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে ডাচরা। অধিনায়ক স্কট এডওয়ার্ডস করলেন ৫ রান। সর্বোচ্চ ২০ রান টিম প্রিঙ্গলের। ১৭তম ওভারে পরপর দুই বলে উইকেট নেন অর্শদীপ সিং। দুটি করে উইকেট ভাগ করে নিলেন রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং। একটি উইকেট মহম্মদ সামির।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest