অ্যাডিলেডে ডে-নাইট টেস্ট ম্যাচ খেলতে পারে ভারত ও অস্ট্রেলিয়া, দেখে নিন সম্ভাব্য ক্রীড়াসূচি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মুম্বই: এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়া সফরের অ্যাডিলেড ওভাল মাঠে ডে-নাইট টেস্ট খেলতে পারে ভারত। এবং প্রথম টেস্টটি ব্রিসবেনের গাব্বা স্টেডিয়ামে খেলতে পারে। ক্রিকেট অস্ট্রেলিয়া এই সপ্তাহের শেষের দিকে ২০২০-২১ মরশুমের জন্য অস্থায়ী সময়সূচি ঘোষণা করতে পারে। তবে ভেন্যুগুলি কোথায় হবে, তা করোনারভাইরাসজনিত পরিস্থিতির ওপর নির্ভর করবে। ওয়াকিবহাল মহলের ধারণা, সবকিছু ঠিকঠাক থাকলে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের মাটিতে ভারতীয় ক্রিকেট দল বিদেশে তাদের ডে-নাইট টেস্টের অভিষেক ঘটাবে।

গতবছরের কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিপক্ষে প্রথম দিন-রাতের টেস্ট খেলে ভারত। অন্যদিকে, অজিভূমে চার টেস্ট সিরিজের প্রথম টেস্টটি ব্রিসবেনে অনুষ্ঠিত হতে পারে। উল্লেখ্য যে, ব্রিসবেনে ১৯৮৮ সাল থেকে অস্ট্রেলিয়া হারেনি। নিউজ ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, “ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) বুধবার চলতি বছরের ৩ ডিসেম্বর থেকে টেস্ট সিরিজ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে। ১১ ডিসেম্বর থেকে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট, তৃতীয় টেস্ট ২৬ ডিসেম্বর বক্সিং ডে-র দিন থেকে এবং ৩ জানুয়ারি ২০২১-এ সিডনিতে চতুর্থ টেস্ট ম্যাচ আয়োজিত হবে।

সম্ভাব্য ক্রীড়াসূচি

১ম টেস্ট: দ্য গাব্বা (ব্রিসবেন), ৩ ডিসেম্বর
২য় টেস্ট (ডে নাইট): অ্যাডিলেড ওভাল, ১১ ডিসেম্বর
৩য় টেস্ট: মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড, ২৬ ডিসেম্বর
৪র্থ টেস্ট: সিডনি ক্রিকেট গ্রাউন্ড, ৩ জানুয়ারি

Gmail 3

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest