গোমাংস খেয়ে বিপাকে রোহিত এন্ড কোং, আছড়ে পড়ল ফ্যানেদের ট্যুইট সাইক্লোন

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মেলবোর্নে রেস্তরাঁয় খেতে গিয়ে একটি নয়, দু’টি বিতর্কে জড়িয়েছে রোহিত শর্মা-ঋষভ পন্থদের নাম। একে খেতে গিয়ে কোভিড (Covid-19) বিধি ভঙ্গ করার অভিযোগ তো ছিলই, এবার দোসর গরুর মাংস খাওয়া নিয়ে তৈরি হওয়া নয়া বিতর্ক। ভারতীয় ক্রিকেটারদের খাওয়ার বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নেটিজেনদের নজরে পড়তেই তা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয়েছে। একজন তো লিখেই বসেন, ”শর্মাজির ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!”

মেলবোর্নের এক রেস্তরাঁয় লাঞ্চ করতে গিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma), পৃথ্বী শ, ঋষভ পন্থ, নভদীপ সাইনি ও শুভমন গিল।চ্যাডস্টোন শপিং সেন্টারের সিক্রেট কিচেন চাইনিজ রেস্তোরাঁয় নভলদীপ সিং নামের এক ভক্ত তাঁদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উলটে রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে মেটান তিনি। রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেন তিনি। সেই সঙ্গে পোস্ট করেন বিলটির ছবিও। সেখানেই দেখা গিয়েছে, পর্ক, প্রনের সঙ্গে ফ্রায়েড বিফও খেয়েছেন ক্রিকেটাররা।  এতে রোহিতদের ওপর বেজায় চটে গেছেন ভারতের ক্রিকেটপ্রেমীরা।

আরও পড়ুন: Messi’কে হারিয়ে শতাব্দীর সেরা ফুটবলার হলেন Cristiano Ronaldo

https://twitter.com/vigil_nte/status/1345347589101809664?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1345347589101809664%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Ftwitter-erupts-as-fans-thrash-rohit-sharma-co-for-beef-consumption%2F

প্রথমে ভারতীয় ক্রিকেটারদের জৈব সুরক্ষা বলয় ভাঙার অভিযোগ নিয়েই যাবতীয় বিতর্ক শুরু হয়। কিন্তু তারপরই নেটিজেনদের কারোর কারোর বিলে গরুর মাংসের উল্লেখ থাকার বিষয়টি নজরে আসে। আর সেই নিয়েই সরব হন অনেকে। কেউ প্রশ্ন তোলেন, “গরুর মাংস?” কেউ আবার লেখেন, “এজন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।”

https://twitter.com/vigil_nte/status/1345347589101809664?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1345348595910905857%7Ctwgr%5E%7Ctwcon%5Es2_&ref_url=https%3A%2F%2Fwww.sangbadpratidin.in%2Fsports%2Fcricket%2Ftwitter-erupts-as-fans-thrash-rohit-sharma-co-for-beef-consumption%2F

রোহিত একজন ‘অ্যানিমাল অ্যাক্টিভিস্ট’ হয়ে কী করে গোমাংস ভক্ষণ করতে পারেন! এই প্রশ্ন তুলেই তাঁকে চূড়ান্ত ট্রোল করা হয়৷ তাঁকে ভণ্ড বলেও কটাক্ষ করা হয়৷

এদিকে বেচারা নভলদ্বীপ সিংয়ের অবস্থা এখন করুণ। সোশ্যাল সাইটে ‘বিখ্যাত’ হতে গিয়ে তার জীবন এখন বিষিয়ে উঠেছে। রোহিতদের এই অবস্থার জন্য নভলদ্বীপকেই দায়ী করছেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তারা রীতিমতো নভলদ্বীপকে খুনের হুমকি দিচ্ছেন। নভলদীপ টুইটারে লিখেছেন, ‘কী করব আমি? মরে যাব? সবাই আমাকে গালি দিচ্ছে। আমি দুঃখিত যে দেশের মানুষের কাছে এখন খারাপ হয়ে গেছি। সবার কাছে ক্ষমা চাই।’

বর্ষবরণের রাতে রেস্তোরায় খেতে যাওয়ায় রোহিত শর্মা, নভদীপ সাইনি, ঋষভ পন্থ এবং শুভমান গিলদের ভূমিকা কী ছিল তা খতিয়ে দেখছে দুই দেশের ক্রিকেট বোর্ড। যদিও ইন্ডিয়ান টিম ম্যানেজমেন্ট পুরোপুরি পাশে দাঁড়িয়েছে ক্রিকেটারদের।যদিও সেই ভিডিও দেখে রোহিতদের আইসোলেশনে যেতে বাধ্য করেছে অজি বোর্ড।

আরও পড়ুন: সকালে মহারাজ খেলেন ছানা ও কর্ণফ্লেক্স,আপাতত ভাল আছেন সৌরভ

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest