India vs England 4th Test: পন্থ-সুন্দরে মাতোয়ারা মোতেরা, দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় টিম ইন্ডিয়া

ক্রিজে রয়েছেন ওয়াশিংটন সুন্দর এবং অক্ষর প্যাটেল। ৬০ রানে অপরাজিত সুন্দর এবং ১১ রানে অপরাজিত অক্ষর।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ইংল্যান্ড: ২০৫/১০ (স্টোকস ৫৫, লরেন্স ৪৬, অক্ষর প্যাটেল ৪-৬৮)
ভারত: ২৯৪/৭ (পন্থ ১০১, সুন্দর ৬০*, অ্যান্ডারসন ৩/৪০ )
ভারত এগিয়ে ৮৯ রানে।

অস্ট্রেলিয়ার মাটিতে দুরন্ত ফর্ম দেখিয়েছিলেন। স্টার্ক, কামিন্সদের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। ব্রিসবেনে টিম ইন্ডিয়ার (Team India) ঐতিহাসিক জয়ের অন্যতম কাণ্ডারীও ছিলেন তিনি। দেশের মাটিতেও দুরন্ত ফর্মে ঋষভ পন্থ। চতুর্থ টেস্টে দুরন্ত শতরান করলেন তিনি। পাশাপাশি ভাল ব্যাটিং করলেন রোহিত শর্মা, ওয়াশিংটন সুন্দররাও। তবে এদিনও ব্যর্থ হলেন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)। স্টোকসের বলে শূন্য রানেই আউট হলেন তিনি। দিনের শেষে ভারতের রান সাত উইকেটে ২৯৪ রান। ক্রিজে রয়েছেন সুন্দর (৬০) এবং অক্ষর প্যাটেল (১১)। ভারত এগিয়ে ৮৯ রানে।

চেতেশ্বর পূজারা (১৭), বিরাট কোহালি (০), অজিঙ্ক রাহানেরা (২৭) যখন পর পর ফিরে যাচ্ছেন, একা রোহিত ক্রিজে দাঁড়িয়ে তখন খুঁজছেন একজন সঙ্গী। মধ্যাহ্নভোজের পর রোহিতকে সঙ্গ দেওয়ার প্রতিজ্ঞা নিয়েই যেন নেমেছিলেন পন্থ। কোনও তাড়াহুড়ো দেখা গেল না তরুণ উইকেটরক্ষকের মধ্যে। রোহিত ফিরলেন ৪৯ রানে। পরিণত পন্থ বুঝলেন সময় এসেছে দায়িত্ব নেওয়ার। প্রথমে রবিচন্দ্রন অশ্বিন এবং পরে ওয়াশিংটনকে নিয়ে জুটি গড়লেন তিনি। ওয়াশিংটনের সঙ্গে ১১৩ রানের জুটি গড়েছিলেন পন্থ।

আরও পড়ুন: পুণেতে দর্শকবিহীন ভারত-ইংল্যান্ড ওয়ান ডে সিরিজ

প্রথম শতরান করতে যে পন্থ নিলেন ৮২ বল, তিনিই পরের ৫০ রান করলেন ৩৩ বলে। মারলেন ১৩টা চার এবং ২টি ছয়। শতরানও করেছিলেন ছয় মেরে। তবে শতরানের ছয় নয়, সমর্থকদের মনে থেকে যাবে জেমস অ্যান্ডারসনকে মারা রিভার্স সুইপ। অভিজ্ঞ ইংরেজ পেসারকে অবাক চোখে তাকিয়ে থাকতে দেখা গেল। আইপিএলের যুগে এমন কিছু যে ঘটতে পারে, তা আন্দাজই করতে পারেননি ১৯ বছর ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলা অ্যান্ডারসন।

আরও পড়ুন: ছয় বলে ছয় ছক্কা, যুবরাজ-গিবসের কীর্তি স্পর্শ করলেন পোলার্ড

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest