India vs England: ৩১৭ রানে ইংল্যান্ডকে ধূলিসাৎ, সেই চিপকেই মধুর বদলা ভারতের

ইংল্যান্ডকে মূলত ভাঙলেন চেন্নাইয়ে অভিষেক হওয়া বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল।
Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

স্ক্রিপ্ট মোটামুটি তৈরিই ছিল। কতক্ষণ লড়াই করে জো রুটের টিম, সেটা দেখার অপেক্ষায় ছিল ক্রিকেট দুনিয়া। ক্যাপ্টেন রুট আউট হতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ইংল্যান্ড।যে চিপকে (Chepauk) ক’দিন আগে ভারতকে ২২৭ রানে হারিয়েছিল ইংল্যান্ড, সেই চিপকেই মধুর প্রতিশোধ নিলেন বিরাট কোহলিরা। শুধু তাই নয়, ৩১৭ হারে ইংলিশ টিমকে হারিয়ে ফের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবলে দুইয়ে উঠে এল ভারত। বাকি দুটো টেস্টের একটা জিতলে ও একটা ড্র করলেই লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট পেয়ে যাবেন বিরাটরা।

আরও পড়ুন: ঘুমের মাঝেই চিরঘুমে আখতার আলি, টেনিস কিংবদন্তির মৃত্যুতে শোকের ছায়া

৪৮২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে তৃতীয় দিনের শেষেই ৫৩-৩ হয়ে গিয়েছিল ভারত। শেষ দিন জিততে হলে ৪১৯ দরকার ছিল ইংল্যান্ডের। চিপকের ঘূর্ণি পিচে সেটা সম্ভব ছিল না। যেমন পুরো দিন লড়াই করে রুটরা টেস্ট বাঁচিয়ে দেবেন, তাও কার্যত অসম্ভব ছিল। লাঞ্চের পরই ১৬৪ রানে শেষ হয়ে গেল পুরো টিম।

ইংল্যান্ডকে মূলত ভাঙলেন চেন্নাইয়ে অভিষেক হওয়া বাঁ হাতি স্পিনার অক্ষর প্যাটেল। প্রথম ইনিংসে ছিল ২ উইকেট। দ্বিতীয় ইনিংসে ৬০ রানে ৫ উইকেট। ডম সিবলে (৩), জ্যাক লিচ (০), জো রুট (৩৩), ওলি পোপ (১২), ওলি স্টোনের (০) উইকেট নিলেন তিনি। ৩টি উইকেট নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, ২টি কুলদীপ যাদবের। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান মইন আলির, ৪৩।

আরও পড়ুন: ওয়াসিম জাফরকে সাম্প্রদায়িক বানানোর ঘৃণ্য ছক উত্তরাখন্ড ক্রিকেট বোর্ডের! পাশে দাঁড়ালেন কুম্বলে,মনোজ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest