India vs New Zealand 1st Test Live Score Updates, Day 1: Kyle Jamieson gets Shubman Gill straight after Lunch

IND vs NZ: কানপুরে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাহানের, Shubman-র অর্ধশতরানে ভাল জায়গায় ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টি টোয়েন্টি সিরিজ জয় হয়ে গিয়েছে| এবার লক্ষ্য টেস্ট সিরিজ| বৃহস্পতিবার কানপুরে সেই লক্ষ্যেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে নামল ভারত| কিউইদের বিরুদ্ধে টস জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত রাহানের| এই ম্যাচেই টেস্টে অভিষেক হল শ্রেয়স আইয়ারের| কিংবদন্তি ভারতীয় খেলোয়াড় এবং ভারতের ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সুনীল গাভাস্করের (Sunil Gavaskar) থেকে নিজের টেস্ট ক্যাপ পেলেন তিনি।

কানপুরের গ্রিন পার্কে টস জেতেন ভারত অধিনায়ক অজিঙ্কা রাহানে (Ajinkya Rahane)। শুরুতে ব্যাট করতে নেমে সপ্তম ওভারেই নিজের উয়িকেট হারান ওপেনার ময়াঙ্ক আগরওয়াল (M Agarwal)। নিউজিল্যান্ডের কাইল জেমিসনের (Kyle Jamieson) বলে খোঁচা দিয়ে কিপারের হাতে জমা দিলেন নিজের উয়িকেট।

এরপরে মাঠে নামেন চেতেশ্বর পূজারা (C Pujara)। অপর ওপেনার শুভমন গিলের (S Gill) সঙ্গে জুটি বেঁধে ভারতের রান এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নিয়েছেন তারা। ড্রিঙ্কসের পরেই রানের গতি বাড়ান শুভমন। ভারতের মাটিতে নিজের দ্বিতীয় অর্ধশতরান করে ভারতকে আবার চালকের আসনে নিয়ে এলেন শুভমন। শুভমনের সঙ্গেই ক্রিজে রয়েছেন অভিজ্ঞ চেতেশ্বর পূজারা। পূজারা করেছেন ৬১ বলে ১৫ রান।  আগরওয়ালের উইকেট হারালেও শুভমন গিলের অর্ধশতরান, ম্যাচে ফেরালো ভারতকে।

আউট শুভমন গিল| মধ্যাহ্নভোজের পরই জেমিসনের বলে সাজঘরে ফেরেন তিনি| গিলের রান ৯৩ বলে ৫২|

৩৬ ওভারে ভারত ৯৬/২ পুজারা(২১), রাহানে(৫)

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest