India vs New Zealand 2021: After 22 years Ajaz Patel rewrites history to take all 10 wickets

India vs New Zealand 2021: তৃতীয় বোলার হিসাবে এক ইনিংসে ১০ উইকেট আজিজ প্যাটেলের

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

‘মুম্বই আমার ঘরের মাটি। এখানে খেলতে পেরে আমি নস্ট্যালজিয়া অনুভব করছি। আশা করি এখানে ভাল কিছু করব।’ মুম্বইয়ে ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে ঘোষণা করেছিলেন ভারতীয় বংশোদ্ভূত কিউয়ি স্পিনার আজিজ প্যাটেল (Ajaz Patel)। আজিজ কথা রাখলেন। মুম্বইয়ের মাটিতে গড়ে ফেললেন অনন্য রেকর্ড। যা এর আগে করতে পেরেছেন মাত্র দুজন বোলার।

দীর্ঘ ২২ বছর পরে ইনিংসে ১০ উইকেট নেওয়ার নজির তৈরি হল। টেস্ট ক্রিকেটের ১৪৪ বছরের ইতিহাসে এই নিয়ে মাত্র তিন বার এই ঘটনা ঘটল। আগের দু’ বারই এই নজির তৈরি হয়েছিল সংশ্লিষ্ট বোলারের দেশের মাটিতে। বিদেশের মাটিতে তিনিই একমাত্র বোলার, যিনি এই কৃতিত্ব অর্জন করলেন।

আরও পড়ুন: সেক্সচ্যাট বিতর্ক: অনির্দিষ্টকালের জন্য ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন টিম পেইন

ইনিংসে ১০ উইকেট নেওয়ার প্রথম নজির ইংল্যান্ডের জিম লেকারের। এই অফ স্পিনার ১৯৫৬ সালে ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টারে ইনিংসে ১০ উইকেট নিয়েছিলেন। সে বার বিপক্ষে ছিল ইয়ান জনসনের অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে এই কৃতিত্ব অর্জন করেন তিনি। সেই ম্যাচে প্রথম ইনিংসে ৯ উইকেট নিয়েছিলেন লেকার। অর্থাৎ সেই টেস্ট ম্যাচে ১৯ উইকেট নিয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত একটি টেস্টে এটিই সেরা বোলিং।

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest