India vs Pakistan: India A vs Pakistan A Final Live Streaming, Emerging Asia Cup 2023: When and where to watch

India vs Pakistan: আগামীকাল মুখোমুখি ভারত-পাকিস্তান, মাংস-ভাত খেয়েই দেখবেন বড় ম্যাচ! জানুন সময়

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

যুব এশিয়া কাপে (Asia Cup) ভারত (India) ও পাকিস্তান (Pakistan) ফাইনাল ম্যাচ রবিবার কলম্বোতে।

শুক্রবার প্রথম সেমিফাইনালে জেতে পাকিস্তান। ফলে স্বপ্নের ফাইনালের সম্ভাবনা ছিল। যদিও ভারত প্রথমে ব্যাট করে মাত্র ২১১ রানে অলআউট হওয়ায় চাপ বাড়ছিল। বাংলাদেশের শুরুটাও তেমন হয়। দুই ওপেনার মহম্মদ নইম এবং তানজিদ হাসান ৭০ রানের জুটি গড়ে। ভারতকে প্রথম ব্রেক থ্রু দেন মানব সুতার।

আরও পড়ুন: Indian Women Team: হরমনপ্রীতের অর্ধশতরান, প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে হারাল ভারত

বাঁ হাতি স্পিনাররাই ম্যাচের ভোল বদলে দিতে পারেন, তার ছাপ রাখেন মানব। কিছুক্ষণের মধ্যে আর এক বাঁ হাতি স্পিনার নিশান্ত সিন্ধুকে আক্রমণে আনেন ভারত অধিনায়ক যশ ধুল। বাংলাদেশ ৭০-০ থেকে দ্রুতই ১৩৪-৬। আর ঘুরে দাঁড়াতে পারেনি তাঁরা। বাংলাদেশ দল ৩৪.২ ওভারে ১৬০ রানে অলআউট হয়ে গিয়েছে।

রবিবার শ্রীলঙ্কার কলম্বোতে আর. প্রেমদাসা স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তান ম্যাচ। ভারত A বনাম পাকিস্তান A ম্যাচ শুরু হবে দুপুর ২টো থেকে। অনলাইনে ফ্যান কোড অ্যাপে দেখা যাবে এই হাইভোল্টেজ ম্যাচ। ফ্যান কোড-এর ওয়েবসাইটেও দেখা যাবে ম্যাচ। তবে অনলাইনে ফ্যান কোড অ্যাপে দেখতে হলে সাবস্ক্রিপশন নিতে হবে। স্টার স্পোর্টস নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচ।

আরও পড়ুন: Virat Kohli: ৫০০তম ম্যাচে বিরাট, দেখুন কিং কোহলির রেকর্ড

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest