India won the last match of the group, defeating Japan 5-3 in hockey

Tokyo Olympics: গ্রুপের শেষ ম্যাচে জয়, হকিতে জাপানকে ৫-৩ গোলে হারাল ভারত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাত গোল খাওয়ার পর হকিতে জয়ের হ্যাটট্রিক করে ফেলল ভারত। কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেও গ্রুপের শেষ ম্যাচে জাপানের বিরুদ্ধে জয় পেয়ে নিজেদের আত্মবিশ্বাস বাড়িয়ে নিল তারা। জাপানকে ৫-৩ গোলে হারাল ভারত। ম্যাচের ১২ মিনিটেই পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন রমনপ্রীত সিং।

১৭ মিনিটে ফের ভারতকে এগিয়ে দেন সিমরনজিৎ সিংহ। জাপানের ডিফেন্ডারদের ভুলের সুযোগ নিয়ে গোল করেন সিমরনজিৎ। তাঁর প্রথম শট জাপানের গোলরক্ষক বাঁচিয়ে দিলেও ফিরতি বলে গোল করেন তিনি।

আরও পড়ুন: Tokyo 2020: শেষ মুহূর্তে জয় ভারতের, আর্জেন্তিনাকে হারিয়ে অলিম্পিক্স হকির শেষ আটে মনপ্রীতরা

জাপানের হয়ে ব্যবধান কমান কেনতা তনকা। ভারতের ডিফেন্সের দুর্বলতার সুযোগ নিয়ে ম্যাচের গতির উল্টোদিকে গোল করে যান তিনি। দ্বিতীয় কোয়ার্টারের শেষদিকে সমতা ফেরানোর মতো অবস্থায় চলে এসেছিল জাপান। তবে ভারতের গোলরক্ষক শ্রীজেশ গোল বাঁচান। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে খেলা শেষ করে দুই দল।

দ্বিতীয়ার্ধের ৩১ মিনিটে সমতা ফেরায় জাপান। তবে ফের ভারত এগিয়ে যায় ৩৪ মিনিটে। ৫০ মিনিটে ভারতকে আরও এগিয়ে দেন নীলকান্ত শর্মা। জাপানের বিরুদ্ধে দলের হয়ে পঞ্চম গোল করেন গুরজান্ত সিংহ। বরুণ কুমারের পাস থেকে গোল করেন তিনি। তবে ব্যবধান কমান মোরাতো জাপানের বিরুদ্ধে জয় পেলেও ডিফেন্স নিয়ে চিন্তায় থাকবে ভারত। বেশ কয়েকবার ভারতের ডিফেন্সে হানা দিয়েছে জাপান। শ্রীজেশ গোলে না থাকলে গোল খেয়ে যেতে পারত ভারত।

আরও পড়ুন: Mahendra Singh Dhoni: ফক্স হক কাটে সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন ধোনি

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest