indian table tennis player manika batra wins against ukraine’s margaryta pesotska

Tokyo Olympics 2020: রুদ্ধশ্বাস ম্যাচে জয় Manika Batra-র! পদক থেকে এক ধাপ দূরে স্টার প্যাডলার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) অপ্রতিরোধ্য মণিকা ব্রাত্রা (Manika Batra)। পদকের আরও কাছে পৌঁছে গেলেন দেশের স্টার প্যাডলার। রবিবার ইউক্রেনের মার্গারিটা পেসোতস্কাকে সাত সেটের থ্রিলারে ৪-৩ হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মণিকা।

টোকিও অলিম্পিক্সে (Tokyo Olympics 2020) অপ্রতিরোধ্য মণিকা ব্রাত্রা (Manika Batra)। পদকের আরও কাছে পৌঁছে গেলেন দেশের স্টার প্যাডলার। রবিবার ইউক্রেনের মার্গারিটা পেসোতস্কাকে সাত সেটের থ্রিলারে ৪-৩ হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন মণিকা।

আরও পড়ুন: Tokyo Olympics: ভারোত্তোলনে মীরাবাই চানুর রুপো, টোকিয়ো অলিম্পিক্সে প্রথম পদক জিতল ভারত

শনিবার ব্রিটেনের টিনটিন হোকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিলেন মনিকা। পাঞ্জাবের এই টিট তারকা এর পর অবশ্য বিতর্কও উস্কে দিয়েছিলেন। ম্যাচ চলাকালীন জাতীয় দলের কোচ সৌম্যদীপ রায়ের প্রশিক্ষণ নিতে অস্বীকার করেছিলেন মণিকা। জানা গিয়েছে, ব্যক্তিগত কোচকে কোর্টের পাশে রাখতে চেয়েছিলেন মনিকা। কিন্তু অলিম্পিকের আয়োজকরা অনুমতি দেননি। আর তাই নিয়েই সমস্যা শুরু হয়। শরথ কমল ও মণিকা বাত্রার মিক্সড ডাবলস ম্যাচে কোর্টের পাশে ছিলেন জাতীয় কোচ সৌম্যদীপ রায়। কিন্তু তাঁর প্রশিক্ষণ নিতে মনিকা অস্বীকার করেছিলেন বলে জানা যায়।

কমওনওয়েলথের সোনা জয়ী পারফর্মারের খেলায় মোহিত হয়েছে সোশ্যাল মিডিয়া। তাঁর কামব্যাকের তারিফ করছেন সকলে। মণিকার অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে, মণিকা পদক থেকে আর এক ধাপ দূরে।

আরও পড়ুন: Tokyo Olympics 2020: প্রতিদ্বন্দ্বীকে গুঁড়িয়ে অলিম্পিক্স অভিযান শুরু করলেন ‘ম্যাগনিফিসেন্ট’ Mary

 

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest