INDIAN WRESTLER PRIYA MALIK WON GOLD IN WORLD CADET WRESTLING CHAMPIONSHIP

World Cadet Championship: কুস্তিতে স্বর্ণ পদক জিতলেন Priya Malik

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

মাত্র কয়েক ঘন্টা আগেই টোকিওতে রুপো জিতে ভারতকে এবারের অলিম্পিক্সে প্রথম পদক এনে দিয়েছেন মীরাবাঈ চানু। সেই ঘোর কাটতেই না কাটতেই ইতিহাস গড়লেন আরও এক ভারতীয় কন্যা। হাঙ্গেরিতে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপে রেসলিংয়ে সোনা জিতলেন প্রিয়া মালিক। ফাইনালে বেলারুসের প্রতিপক্ষ সেনিয়া পাতাপোভিচকে ৫-০ হারান তিনি।

প্রিয়া ২০১৯ এ পুণেতে খেলো ইন্ডিয়া স্বর্ণ পদক. ২০১৯ এ দিল্লিতে ১৭ স্কুল গেমসে সোনার পদক পান, ২০২০ সোনা পান পটনায় ন্যাশানাল ক্যাডেট চ্যাম্পিয়নশিপে৷  ২০২০ তে তিনি রাষ্ট্রীয় স্কুল গেমসেও সোনা পান৷প্রিয়ার এই সাফল্যে ট্যুইটার জুড়ে প্রশংসার ঢল নামে৷ প্রিয়া ভরত সিং মেমোরিয়াল খেল স্কুল নিডানির খেলোয়াড়৷ দেখে নিন সেই লড়াইয়ের ভিডিও৷

আরও পড়ুন: মরশুমের শুরুতেই দুঃসংবাদ, করোনা আক্রান্ত রিয়াল মাদ্রিদ তারকা করিম বেঞ্জেমা

 

হরিয়ানার ক্রীড়ামন্ত্রী ও প্রাক্তন ভারতীয় হকি তারকা সন্দীপ সিং নিজের সোশ্যাল মিডিয়ায় প্রিয়াকে শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘হরিয়ানার মেয়ে রেসলার প্রিয়া মালিককে হাঙ্গেরির বুদাপেস্টে ওয়ার্ল্ড ক্যাডেট চ্যাম্পিয়নশিপের ৭৩ কেজি বিভাগে স্বর্ণ পদক লাভ করার জন্য অনেক অভিনন্দন।’

তবে শুধু প্রিয়াই নয়, হাঙ্গেরির রাজধানীতে ভারতের সম্মান বাড়িয়েছেন তনু এবং বর্ষাও। তনু ৪৩ কেজি বিভাগে একটিও বাউটে না হেরে সোনা জেতেন। তিনি হারান বেলারুসের ভালেরিয়া মিকিসিচকে। অপরদিকে, ৬৫ কেজি বিভাগে ব্রোজ্ঞ জেতেন বর্ষা।

আরও পড়ুন: Tokyo Olympics: অবিশ্বাস্য হারে বিদায় সানিয়াদের, অলিম্পিক্সে মহিলাদের ডাবলসে আশা শেষ

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest