India's national anthem on stage at the Olympics 13 years later, see that thrilling moment

Tokyo Olympics 2020: ১৩ বছর পর অলিম্পিক্সের মঞ্চে ভারতের জাতীয় সঙ্গীত, দেখুন শিহরণ জাগানো সেই মুহূর্ত

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

ভারতের জন্য শনিবার ৭ অগাস্ট গৌরবের দিন৷ পাশাপাশি সেটা খুশিতে ভরা৷ পুরো দেশ অধীর আগ্রহে যে মুহূর্তের জন্য অপেক্ষা করছিল সেই মুহূর্ত এল৷ টোকিও অলিম্পিক্স (Tokyo Olympics) জ্যাভলিন থ্রোতে নীরজ চোপড়া  (Neeraj Chopra)  ইতিহাস তৈরি করলেন৷ ১০০ বছরে প্রথমবার ভারত থেকে কেউ অ্যাথলেটিক্সে (ট্র্যাক অ্যান্ড ফিল্ডে) পদক জয় করল৷ পাশাপাশি এদিনের এই মুহূর্তে আরও বিশেষ হল কারণ ১৩ বছর বাদে অলিম্পিক্সে মঞ্চে বাজল জাতীয় সঙ্গীত৷

এতদিন অলিম্পিক্সে ট্র্যাক অ্যান্ড ফিল্ডস থেকে কোনও পদক ছিল না ভারতের ঝুলিতে। সবথেকে কাছে এসেছিলেন মিলখা সিং এবং পিটি উষা। কিন্তু অল্পের জন্য পোডিয়ামে উঠতে পারেননি। সেই বিষাদ কাটিয়ে আর যখন ঐতিহাসিক মুহূর্ত এল, তখন একেবারে খুশির কোনও বাধ মানল না। শনিবার টোকিও অলিম্পিক্সে জ্যাভেলিন থ্রোয়ের ফাইনালে দুর্দান্ত পারফরম্যান্সের সৌজন্যে সোনা জিতে নেন নীরজ। যিনি অলিম্পিক্সের ইতিহাসে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে কোনও পদক জয়ের নজির গড়েছেন।

আরও পড়ুন: দুরন্ত খেলেও পদক হাতছাড়া অদিতির, এবার গল্ফে স্বপ্নভঙ্গ ভারতের

সেই জয়ের পর পোডিয়ামে পদক নিতে উঠে যথারীতি আবেগতাড়িত হয়ে পড়েন নীরজ। আনন্দাশ্রুও ঝরে পড়ে নীরজের চোখ থেকে। মাস্কের ভিতর থেকে নীরজকে জাতীয় সংগীতে গলা মেলাতে দেখা যায়। পরে তাঁকে চোখে ক্যামেরা জুম করতেও ধরা পড়ে আবেগের সেই ছবি। পরে নীরজ বলেন, ‘অবিশ্বাস্য লাগছে। অ্যাথলেটিক্সে এই প্রথম ভারত সোনা জিতল। তাই আমার দারুণ লাগছে। অন্যান্য খেলাধুলোয় এবার (টোকিয়োয়) একটা সোনা এসেছে।’ সঙ্গে যোগ করেন, ‘দীর্ঘদিন পর এটা অলিম্পিক্সে আমাদের প্রথম (সোনার) পদক। অ্যাথলেটিক্সে প্রথমবার আমরা সোনা জিতেছি। আমি এবং আমার দেশের জন্য গর্বের মুহূর্ত।’

সোনা যে জিতবেন, এমনটা মোটেও ভাবেননি নীরজ। তিনি বলেন, ‘যোগ্যতা-অর্জন পর্বে আমি ভালো ছুড়েছিলাম। আমি জানতাম যে ফাইনালে আরও ভালো করতে পারব।’ সঙ্গে বলেন, ‘আমি জানতাম যে এটা সোনা হবে।’

আরও পড়ুন: Tokyo Olympics: ১৩ বছর পর পেলেন সঙ্গী, নীরজ চোপড়াকে চিঠি অভিনব বিন্দ্রার

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest