শনিবার আবু ধাবিতে বীর-জারার লড়াই; প্রস্তুত কলকাতা-পঞ্জাব

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest

শনিবার আবু ধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে ভর দুপুরে বীর-জারার লড়াই। মুখোমুখি কিং খানের কলকাতা নাইট রাইডার্স ও প্রীতি জিন্টার কিংস ইলেভেন পঞ্জাব। আগের ম্যাচেই চেন্নাইকে হারিয়ে আত্মবিশ্বাসী নাইট শিবির। তবে আত্মতুষ্ট হতে নারাজ কিং খানের দল। জয়ের ধারা বজার রাখতে মরিয়া কেকেআর। অন্যদিকে একের পর এক হেরেই চলেছে কিংস ইলেভেন পঞ্জাব। শনিবার আইপিএলে দ্বিতীয় জয়ের খোঁজে প্রীতি জিন্টার দল।

আরও পড়ুন : প্রকাশ্য মঞ্চে পাশে বসে কৃষিমন্ত্রীকে ‘অপদার্থ’ বললেন কেষ্ট, ‘গায়ে মাখলেন’ না মন্ত্রী

পাঁচ ম্যাচ খেলে তিনটিতে জিতেছে কেকেআর। তবে মরু শহরে এখনও ঝড় তুলতে পারেননি আন্দ্রে রাসেল। অন্যদিকে ছয় ম্যাচ হয়ে গেলেও এখনও আইপিএলে ব্রাত্য রয়েছেন পঞ্জাবের ক্রিস গেইল। শনিবার নাইটদের বিরুদ্ধে সম্ভবত দলে ফিরছেন ইউনিভার্স বস। তাই দুই ক্যারিবিয়ান দৈত্যের ব্যাটের ব্যাটেল দেখার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।

ছয় ম্যাচের পাঁচটিতে হেরে আইপিএলে লিগ টেবিলে লাস্ট বয় কেএল রাহুলের কিংস ইলেভন পঞ্জাব। যেন তেন প্রকারেন জয়ে ফিরতে মরিয়া কিংসরা। মায়াঙ্ক আগরওয়াল, কেএল রাহুল, নিকোলাস পুরাণের পাশাপাশি মহম্মদ শামি, রবি বিষ্ণোইরা বল হাতে বড় ভরসা কিংসদের।

আরও পড়ুন :করোনার কোপে জিডিপি কমবে ৯.৫ শতাংশ, পূর্বাভাস রিজার্ভ ব্যাঙ্কে

Share on facebook
Share on twitter
Share on linkedin
Share on telegram
Share on whatsapp
Share on email
Share on reddit
Share on pinterest